#ফ্লরিডা: শয়ে শয়ে গাছ উপড়ে পড়ে রয়েছে রাস্তায়, উপড়ে গিয়েছে স্যাটেলাইট ডিশ, ট্র্যাফিক লাইটপোস্ট, যে দিকে চোখ যায় শুধু ইট-কাঠ-পাথরের স্তূপ। অন্ধকারে ডুবে বিস্তীর্ণ এলাকা, বিদ্যুৎ সংযোগ নেই। কোথাও কোথাও রাস্তার উপরে সমুদ্রস্রোত, বাড়ির মাথা ছুঁইছুঁই জল।
বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ‘ফ্লরিডা প্যানহ্যান্ডেল’-এ আছড়ে পড়ে ক্যাটেগরি-৪ হারিকেন 'মাইকেল'। টানা তিন ঘণ্টার দাপট! এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে ।
ফ্লরিডা ও জর্জিয়া দাপিয়ে মাইকেল এখন ক্যারোলাইনার দিকে এগোচ্ছে। শক্তি খুইয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও দুর্যোগ কাটেনি। বাঁধভাঙা বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় কাঁপছে দুই প্রদেশ। গ্যারাজের ছাউনি ভেঙে জর্জিয়ার সেমিনোল কাউন্টিতে ১১ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। ফ্লরিডার গ্রিনবরোতে গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির।