#নিউইয়র্ক: ইদানীং স্টাইল স্টেটমেন্টের একটা বড় অংশ অন্তর্বাস...যেমন তেমন পরে নিলেই হল না! 'ছোট্ট' পোশাকটির কাট, ফিটিংস, রং এবং সর্বোপরি মেটিরিয়াল নিয়ে কস্ট্যিউম ডিজাইনাররা রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করেন! এবার আরেক নতুন চমক! ডেনিম বাজারে আনল জিনসের অন্তর্বাস। বিগত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল সেই ছবি--
জিনসের অন্তর্বাস... ডেনিমের এই নয়া কালেকশনের নাম ‘ডেমিন প্যান্টিজ’। স্মার্ট ডিজাইন! এই মুহূর্তে নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গিয়েছে অন্তর্বাসের দাম নিয়ে! জানা গিয়েছে, জিনসের অন্তর্বাসের দাম ৩১৫ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা! নেটিজেনদের অবাক প্রশ্ন, ‘এত দাম দিয়ে কে পরবে এটি?’ তবে প্রতিক্রিয়া যাই হোক না কেন, এই মুহূর্তে নেট দুনিয়ার নয়া সেনসেশন ‘ডেনিম প্যান্টিজ’!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Denim panties, High Price