Cyclone Remal Effect: বিরাট ঘটনা! রিমলের ল্যান্ডফল হবে যেখানে, সেই মংলাতে ভয়ঙ্কর কাণ্ড! ট্রলার ডুবিতে নিখোঁজ অনেক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Cyclone Remal Effect: ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে ৭০ থেকে ৮০ জন হতে পারেন।
খুলনা: বাংলাদেশের খুলনার মংলা বন্দরে দুর্ঘটনা। যাত্রীবোঝাই ট্রলার ডুবি, নিখোঁজ এক শিশু সহ দুই। ঘূর্ণিঝড় রিমলের কবল থেকে বাঁচতেই তড়িঘড়ি এলাকা ছাড়ার হিড়িকেই দুর্ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, বাগেরহাটের মংলায় বহু যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রবিবার সকালে মংলা নদীর ঘাটে অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই ঘটনা ঘটে।
ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে ৭০ থেকে ৮০ জন হতে পারেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল বলে জানা গিয়েছে। তাৎক্ষণিক অনেক যাত্রী সাঁতরে পারে উঠতে সক্ষম হন। তারা সবাই মংলার বিভিন্ন কলকারখানায় চাকরি করেন। তবে নদীর পাড়ে ডুবে যাওয়ায় কিছু যাত্রী উঠে গেলেও অনেকের নিঁখোজের আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে স্থানীয় ডুবুরি দল, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।
advertisement

advertisement
আরও পড়ুন: মোট ৩ লাখ মানুষের মৃত্যু, শুধু কলকাতাতেই ৩ হাজার! রিমল আসছে, জানুন বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের কথা
তবে কত জন নিখোঁজ রয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন। নিখোঁজদের সন্ধানে সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় ডুবুরি দল, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
advertisement
ল্যান্ডফলের পরেই গতিপথ পরিবর্তন করতে পারে রিমল। সমুদ্রে উত্তরমুখী আসার পর স্থলভাগে এসে সামান্য উত্তর-পূর্ব দিকে বাঁক নেবে। বাংলাদেশের ওপর দিয়েই উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করতে পারে রিমল ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ নিম্নচাপ রূপে। বাংলাদেশের মংলা বন্দর, খুলনা, বরিশাল, সাতক্ষীরাতে ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি। এরপর ক্রমশ উত্তর দিকে ফরিদপুর, যশোর, ময়মনসিং, বগুড়া হয়ে ঘূর্ণিঝড় নিম্নচাপ রূপে পূর্ব ভারতের দিকে প্রবেশ করবে। কিন্তু ঘূর্ণিঝড় রিমলের ল্যান্ডফলের আগেই ভয়ঙ্কর ট্রলারডুবির ঘটনা ঘটল সেই মংলাতেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2024 7:53 PM IST