বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ ছাড়াল, মৃত ৪ লক্ষ ৮৮ হাজারের বেশি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
আমেরিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩৫৫ জনের
#নয়াদিল্লি: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ ছাড়াল। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৯৫ লক্ষ ৮৩ হাজার ১৪৪। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শেষ পাওয়া খবরে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮৮ হাজার ৭৪০। আর ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ লক্ষ ১০ হাজার ২০৫, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯১ হাজার ৭৮৩ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ লক্ষ ৭৯ হাজার ৫৭৯ জন।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩৫৫ জনের। সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ১৮ হাজার ৫৭০। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ২৮ হাজার ১১৪ জন, মৃত্যু হয়েছে ৫৪ হাজার ৯৭১ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যায় ব্রাজিলের পরেই রয়েছে রাশিয়া। সেখানে ৬ লক্ষ ১৩ হাজার ১৪৮ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৯৪ জনের। আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে ভারত। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮৯৪ জনের। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯ হাজার ৪৫৫। মৃত্যু হয়েছে ৪৩,৩১৪ জনের।
advertisement

advertisement
বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে পেরু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ, ৬৮ হাজার ৬০২ জন। পেরুতে মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৬১ জনের। আক্রান্তের নিরিখে স্পেনকে ছাড়িয়ে ৭ নম্বরে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ০৬৪ জন, মৃতের সংখ্যা ৪,৯০৩। স্পেনে ২ লক্ষ ৪৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত, মৃতের সংখ্যা সেদেশে ২৮,৩৩০ জনের। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৭৮ জনের। সেদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৯ হাজারের বেশি। ইরানে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১৫ হাজার ৯৬ জন, মৃতের সংখ্যা ১০,১৩০। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৭ জাহার ৮৮৫ জন আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৭৫৫ জনের। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজারের বেশি, আর মৃতের সংখ্যা ৮ হাজার ৯৪০ জনের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2020 7:58 AM IST