Covid 19 in China: তৈরি রাখা হচ্ছে হাসপাতাল, চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা! আক্রান্ত হতে পারে কয়েক লক্ষ

Last Updated:

করোনা নিয়ন্ত্রণে জিরো কোভিড নীতি নিয়েছিল জিনপিং প্রশাসন। বিভিন্ন শহরে কঠোর করোনা বিধি, কোয়ারেন্টাইনের নিয়ম সবই জারি ছিল।

চিনে ফের করোনা মোকাবিলার প্রস্তুতি।
চিনে ফের করোনা মোকাবিলার প্রস্তুতি।
#বেজিং: চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা। যার পরিপ্রেক্ষিতে হাসপাতালগুলিতে আরও বেশি করে ইনটেনসিভ কেয়ার পরিষেবা তৈরি রাখছে চিনা সরকার। দেশ জুড়ে গণরোষ তৈরি হওয়ার পর ইতিমধ্য়েই কোভিড নিয়ন্ত্রণকারী বিধিনিষেধ প্রত্য়াহার করে নিয়েছে শি জিনপিং সরকার।
রবিবার সরকারি ভাবে চিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ৮৮৩৮। বিশেষজ্ঞদের অবশ্য় অনুমান, আগামী কয়েদিনের মধ্য়েই চিনে করোনা আক্রান্তের সংখ্য়া কয়েক লক্ষ ছুঁতে পারে।
advertisement
চিনের অন্য়তম ফুসফুস বিশেষজ্ঞ ঝং নানশান জানিয়েছেন, 'মাত্র কয়েক হাজার আক্রান্তকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। কিন্তু বিভিন্ন শহরে অন্তত কয়েক লক্ষ মানুষ আক্রান্ত বলেই মনে হচ্ছে। একজন আক্রান্তের থেকে ১৮ জনের মধ্য়ে এই রোগ ছড়াতে পারে।'
advertisement
করোনা নিয়ন্ত্রণে জিরো কোভিড নীতি নিয়েছিল জিনপিং প্রশাসন। বিভিন্ন শহরে কঠোর করোনা বিধি, কোয়ারেন্টাইনের নিয়ম সবই জারি ছিল। কিন্তু এই কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে সরব হয় চিনের সাধারণ মানুষ। এমন কি, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্য়াগের দাবি ওঠে। প্রবল গণরোষের এই আঁচ পেয়েই করোনা বিধি শিথিল করে চিন সরকার। আর তার পরেই আক্রান্তের সংখ্য়া দ্রুত বাড়ছে।
advertisement
পরিস্থিতি সামাল দিতে তাই আগেভাগে তৈরি হচ্ছে চিনের প্রশাসন। হাসপাতালগুলিকে তৈরি রাখার পাশাপাশি ওষুধের পর্যাপ্ত সরবরাহের উপরে জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় ৬৫ বছরের ঊর্ধ্বে বয়স, এমন বাসিন্দাদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য় সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
চিনের রাজধানী বেজিংয়েও পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে। সেখানকার বাসিন্দাদের দিনে একাধিকবার বাধ্য়তামূলক করোনা পরীক্ষা করাতে হচ্ছে। কিন্তু ব্য়বসায়িক প্রতিষ্ঠান বা অফিস এবং স্কুলের মতো যেখানে বেশি মানুষের জমায়েত হয়, সেখানেই সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এমন কি, কর্মীরা অসুস্থ হয়ে পড়ায় বেজিংয়ের বেশ কিছু রেস্তোরাঁ এবং ব্য়বসায়িক প্রতিষ্ঠান বন্ধও রাখতে হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Covid 19 in China: তৈরি রাখা হচ্ছে হাসপাতাল, চিনে ফের চোখ রাঙাচ্ছে করোনা! আক্রান্ত হতে পারে কয়েক লক্ষ
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement