Couple Kissing on Flight: বিমানে প্রকাশ্যে চুম্বনে মত্ত যুগল! বিমানসেবিকা তাঁদের কম্বল নিতে বলায় যা হল...
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বিমানে থাকা যাত্রীরা সংবাদমাধ্যমে জানান যে, ওই দু'জন প্রথমে একে অপরকে চুমু খেতে শুরু করেন।
#ইসলামাবাদ: সম্প্রতি এক যুগল এয়ারব্লু (Airblue) সংস্থার করাচি-ইসলামাবাদ উড়ানের মধ্যে প্রকাশ্যে চুম্বনে লিপ্ত হন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বেসরকারি পাকিস্তানি বিমান সংস্থার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ তোলপাড় শুরু হয়।
জানা যায় ওই অভিযুক্ত যুগল এয়ারব্লু সংস্থার করাচি-ইসলামাবাদ উড়ানে চতুর্থ সারির আসনে বসে চুমু খেতেই ব্যস্ত ছিলেন। ঘটনাটি ঘটে ২০ মে, করাচি-ইসলামাবাদের ফ্লাইট PA-200-এ। অন্য দিকে ঘটনাটি দেখে অন্যান্য যাত্রীরা আপত্তি জানান। তখন এক বিমানসেবিকা ওই যুগলকে বলেন, অন্যরা আপত্তি জানাচ্ছেন। যদিও তাঁর কথায় কান দেননি ওই যুগল। এর পর তাঁদের দিকে কম্বল এগিয়ে দেন ওই বিমানসেবিকা । তিনি বলেন, কম্বলের আড়ালে ওই যুগল যা ইচ্ছে করতে পারেন। তাতে অন্যদের আপত্তির কিছু থাকবে না। কিন্তু তাতেও রাজি হন না ওই যুগল। এমনকি তাঁরা বলেন, আমাদের যা খুশি করব। আপনি বলার কে? আর এর পরেই ওই উড়ানে শোরগোল শুরু হয়ে যায়। ঘটনাটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে ৷ ভরে গিয়েছে মজার মিম-জোকসে ৷
advertisement
বিমানে থাকা যাত্রীরা সংবাদমাধ্যমে জানান যে, ওই দু'জন প্রথমে একে অপরকে চুমু খেতে শুরু করেন। এর পর এক যাত্রী তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন। বিমানসেবিকা যুগলকে থামার জন্য অনুরোধ করলেও তাতে তাঁরা কর্ণপাত করেননি। এদিকে, ওই উড়ানে থাকা আইনজীবী বিলাল ফারুক আলভি (Bilal Farooq Alvi) অবশেষে ওই যুগলের বিরুদ্ধে এবং এয়ারলাইন্সের বিরুদ্ধে পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। যেখানে তিনি ওই যুগলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছিলেন। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বার্তার মাধ্যমেও ওই যুগলের ব্যবহারের নিন্দা করেছেন । ভিডিওতে তিনি ঘটনাটি বিশদে অর্থাৎ ফ্লাইটে কী ঘটেছিল এবং কী ভাবে বিমান সংস্থা তাঁদের থামায়নি এবং পরিবর্তে তাঁদেরকে প্রকাশ্যে কম্বলের ভিতরে চুম্বন করার অনুরোধ করেছিল, এই সমস্ত কিছুই তিনি একটি ভিডিওতে বলেছেন। এরপরেই পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ জানায় যে,পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত যুগল ও উড়ানে থাকা কর্মীদের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
Live scenes for #airblue flight pic.twitter.com/C81M6tyazx
— Name cannot be blank (@djungelskong) May 25, 2021
Live scenes from Airblue.#Airblue #airbluekissing pic.twitter.com/axpfOVRpVS
— Syed Rehan Rabban Ali Shah (@SyedRehanRabban) May 27, 2021
advertisement
No one:
Le couple on 4th seat in Airblue :#Airblue pic.twitter.com/qzP59yMQ1v — Zakriya___ (@zakriya_10) May 26, 2021
আর অভিযোগের খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই নেটিজেনরা এই ঘটনা নিয়ে মজাদার প্রতিক্রিয়া ও মিম পোস্ট করে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। তাঁদের মধ্যে কয়েকজন অভিযোগকারীর দিকেও আঙুল তোলেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2021 11:39 AM IST