Ashraf Ghani| জুতোটুকু পায়ে গলাতে পারিনি দেশ ছাড়ার সময়ে, আফগানবাসীকে জানালেন প্রাক্তন প্রেসিডেন্ট
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Ashraf Ghani| গনি বলেন, এমন অবস্থায় তাঁকে সরে যেতে হয় যে জুতোটুকুও তিনি গলানোর সময় পাননি ।
#কাবুল: দেশ ছাড়ার পর প্রথমবার ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি (Ashraf Ghani)। ভিডিওবার্তায় তিনি বললেন, বাধ্য হয়েই দেশ ছাড়তে হয়েছিল তাঁকে। গনির আশঙ্কা, তিনি দেশে থাকলে তাঁর পরিণতিও হতো প্রাক্তন আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহর মত। গনি বলেন, এমন অবস্থায় তাঁকে সরে যেতে হয় যে জুতোটুকুও তিনি গলানোর সময় পাননি ।
৬ মিনিটের এই ভিডিও বার্তায় আশরাফ বলেন, "এমন কিছু মানুষ প্রাসাদে ঢুকে পড়েছিলেন যারা এমনকী স্থানীয় ভাষায় কথা বলেন না। তারা কার্যত গায়ের জোরে প্রাসাদে ঢুকে গিয়েছিলেন গত রবিবার। দ্রুত একের পর এক ঘটনা ঘটতে থাকে।" তাঁর কথায়, "আমি চেয়েছিলাম একটা সমঝোতা তৈরি করতে যাতে তালিবানের সঙ্গে মিলেজুলে সরকার চালানো যায়। কিন্তু আমার কোনও কথাই শোনা হয়নি।"
advertisement
গনির অনুপস্থিতিতে আফগানিস্তানের গনির বিরোধী শিবির বলে পরিচিত আব্দুল্লাহ আব্দুল্লাহ তালিবানের সঙ্গে কথা চালাচ্ছেন। তালিবানের সঙ্গে কথা বলছেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। এই প্রক্রিয়াকে শুভেচ্ছা জানান আশরাফ গনি। তিনি বলেন, "ওদের এই প্রয়াসে আমার সমর্থন রয়েছে। আমি চাই ওরা সফল হন। তিনি আরও জানান, তিনি নিজেও আফগানিস্তানের ফিরতে চান। তাঁর কথায়, আফগানিস্তানে ফিরতে আমি কথাবার্তা চালাচ্ছি । আমি চাই আফগানরা ন্যায় বিচার পান। সত্যিকারের ইসলামিক জাতীয়তাবাদী মূল্যবোধের জয় হোক।"
advertisement
advertisement
খবর চাউর হয়েছিল, প্রচুর টাকা নিয়ে দেশ ছেড়েছেন গনি। সেই তথ্য তিনি এদিন নস্যাৎ করে দেন। গনি এই মুহূর্তে আরব আমিরশাহিতে আছেন, মানবিকতার খাতিরেই তাঁকে সে দেশে আশ্রয় দেওয়া হয়েছে, স্বীকার করে নেন আশরফ গনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2021 8:23 AM IST