বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.৭ কোটি ছাড়াল, মৃত্যুর নিরিখে ইতালিকে টপকে পঞ্চম স্থানে ভারত

Last Updated:

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৩ হাজার ২২৩

#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ মিলিয়াম ছড়াল। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ৬০৮। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৮২০। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ৩১৪ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭২ লক্ষ ৯৭ হাজার ২৭৬, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৩ হাজার ২২৩।
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৯৫ হাজার ১৪। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৭০ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ১০ হাজার ১০২ জন, মৃত্যু হয়েছে ৯১ হাজার ২৬৩ জনের। মৃতের নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১৬ লক্ষ ৩৪ হাজার ৭৪৬ আর মৃতের সংখ্যা ৩৫ হাজার ৭১৮ জন। ফলে করোনায় মৃতের সংখ্যার নিরিখে ইটালিকে টপকে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এল ভারত।
advertisement
আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৮ লক্ষ ৩২ হাজার ৯৯৩ জন মানুষ করোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৭৮ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানে মোট ৪ লক্ষ ৮২ হাজার ১৬৯ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৭ হাজার ৮১২ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে মেক্সিকো। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৬ হাজার ১৭৯ জন ৷ মৃতের সংখ্যা ৪৬,০০০। পেরুতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৮৩ জন, মৃতের সংখ্যা ১৮,৮১৬। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৮৪ জন, আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩ হাজার ৯১০।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.৭ কোটি ছাড়াল, মৃত্যুর নিরিখে ইতালিকে টপকে পঞ্চম স্থানে ভারত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement