#কলম্বিয়া: ভেবেছিলেন হবেন রুমাল, হয়ে গেলেন বেড়াল! ভেবেছিলেন হবেন সন্ন্যাসিনী, হয়ে গেলেন পর্ন ছবির নায়িকা! এমনই আজব গল্প পর্ন তারকা ইউদি পিনেদা-র!
তবে গোড়া থেকেই শুরু করা যাক! মাত্র ৮ বছর বয়সেই চার্চে যাওয়া শুরু করেছিলেন ইউদি । মনে তীব্র ইচ্ছে, সন্ন্যাসিনী হবেন! ৮ বছর সন্ন্যাসিনী হিসাবে কাটানও তিনি! দিন যায়! ধীরে ধীরে ইউদি বুঝতে পরেন, সন্ন্যাসিনী হওয়া তাঁর হবে না! কাজ শুরু করেন একটি বেসরকারি সংস্থায়। সেখানেও মন টেকে না! তারপরের গন্তব্য ? নীল ছবির ইন্ডাস্ট্রি! সেখানে পা রাখতে না রাখতেই ঝড় তোলেন কলম্বিয়ার জনপ্রিয় পর্ন তারকা ইউদি পিনেদা।
ইউদি নিজেই নিজের জীবনের কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তিনি জানিয়েছেন, চার্চে থাকালীনই হুয়ান নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় ইউদির। হুয়ান পর্ন ছবির জন্য মডেল খুঁজছিলেন। তাঁর কথাতেই পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখেন ইউদি। তাঁর দাবি, প্রথমে ভাল না লাগলেও, ধীরে ধীরে নীল ছবির জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। তবে, এখনও তিনি নিয়মিত চার্চে প্রার্থনার জন্য যান ইউদি পিনেদা।
আরও পড়ুন-হোটেলের ঘরে তিনটে সাপের ভয় দেখিয়ে ধর্ষণ ! দেখুন ভয়ঙ্কর ভিডিও--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Colombia, Nun, Yudi Pineda