Gen Z Protest: মেয়রকে প্রকাশ্যে হত্যা, আরও একটা জেন জেড আন্দোলন! উত্তর আমেরিকার দেশে জটিল হচ্ছে পরিস্থিতি
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Gen Z Protest: প্রত্যক্ষদর্শীরা বলেন, মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেস ঘিরে থাকা ব্যারিকেড ভেঙে ফেলেন।
মেক্সিকো: মেক্সিকো জুড়ে বাড়তে থাকা হিংসার প্রতিবাদে জেন-জি ধাঁচের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে দুর্নীতিবিরোধী এক মেয়রকে প্রকাশ্যে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই বিক্ষোভ দানা বাঁধে। শনিবার মেক্সিকোজুড়ে হাজারো মানুষ জেন-জি ব্যানারে বিক্ষোভ করেন।
advertisement
প্রত্যক্ষদর্শীরা বলেন, মেক্সিকো সিটিতে একদল বিক্ষোভকারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের বাসভবন ন্যাশনাল প্যালেস ঘিরে থাকা ব্যারিকেড ভেঙে ফেলেন। এই সময় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এর জেরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
advertisement
advertisement
মেক্সিকো সিটির সেক্রেটারি অব সিটিজেন সিকিউরিটি পাবলো ভাসকেজ বলেন, সংঘর্ষে ১০০ পুলিশ আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে নিতে হয়েছে। তাঁর সংযোজন, সংঘর্ষে ২০ জন সাধারণ নাগরিকও আহত হয়েছেন। এই ঘটনায় ২০ ব্যক্তি গ্রেফতার করা হয়েছে বলে জানান পাবলো ভাসকেজ।
advertisement
পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান অঙ্গরাজ্যসহ মেক্সিকোর অন্যান্য শহরেও বিক্ষোভ মিছিল হয়েছে। ওই অঙ্গরাজ্যে ১ নভেম্বর উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজোকে এক অনুষ্ঠানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এরপরই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ছাড়া মেক্সিকোর অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান অঙ্গরাজ্যও আছে। এই অঙ্গরাজ্যের উরুয়াপান শহরের মেয়র কার্লোসকে ১ নভেম্বর এক অনুষ্ঠানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এরপরই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
advertisement
এদিকে শেনবাউম সরকার শনিবারের বিক্ষোভের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। সরকারের দাবি, এ বিক্ষোভের বড় অংশ সংগঠিত করেছেন ডানপন্থী রাজনৈতিক বিরোধীরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 1:53 PM IST

