ভ্যাকসিন পৌঁছেছে জামাইকায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জাানলেন ক্রিকেটার ক্রিস গেইল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
করোনা প্রতিষেধক পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
#জামাইকা: 'ভ্যাকসিন মৈত্রী' (Vaccine Maitri) কর্মসূচিতে জামাইকাকে ৫০ হাজার কোভিশিল্ড (Covishield ) টিকা পাঠিয়েছে ভারত৷ করোনা প্রতিষেধক পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত সরকার ও ভারতের নাগরিকদের ধন্যবাদ জানালেন ক্রিকেটার ক্রিস গেইল (Chris Gayle)। ওয়েস্ট ইন্ডিজের স্টার ক্রিকেটার আদলতে জামাইকার নাগরিক গেইল। ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে ধন্যবাদ জানিয়ছেন তিনি। ভিডিওতে গেইলকে বলতে শোনা গেছে, "ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণ, ভারত সরকার ধন্যবাদ জানাতে চাই জামাইকাকে ভ্যাকসিন দেওয়ার জন্য। আমরা এই কাজের প্রশংসা করি। অনেক ধন্যবাদ ভারত। শীঘ্রই দেখা হবে।"
Legendary Jamaican & WI Cricketer @henrygayle thanks PM @narendramodi, the People and Government of #India for the gift of #MadeInIndia Vaccine to #Jamaica#VaccineMaitri @PMOIndia @DrSJaishankar @MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/fLBbhF5zTY
— India in Jamaica (@hcikingston) March 19, 2021
advertisement
advertisement
ভ্যাকসিনে জন্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেলেও (Andre Russell) ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)৷ জামাইকার ভারতীয় দূতাবাস ড্রে রাসের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে৷ রাসেল সেখানে বলেছেন, "আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতীয় হাই কমিশনকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাইষ৷ প্রতিষেধক এখানে এসে গিয়েছে৷ আমরা সত্যিই রোমাঞ্চিত৷ আমি দেখতে চাই যে, পৃথিবী আবার স্বাভাবিক হয়ে গিয়েছে৷ জামাইকার মানুষ ভারতের এই উদ্যেগের প্রশংসা করছেন, এখন ভারত-জামাইকা ভাই-ভাই৷ সবাই ওখানে নিরাপদে থাকুন৷ শান্তি বজায় থাক৷"
advertisement
'I want to say a big thank you to PM @narendramodi & @hcikingston. The #COVID19 Vaccines are here & we are excited.' @PMOIndia
— India in Jamaica (@hcikingston) March 16, 2021
'#India & #Jamaica - We are more than close, we are now brothers'.
WI Cricketer Andre Russell praises #VaccineMaitri @Russell12A @DrSJaishankar pic.twitter.com/LhGi5OQeED
advertisement
ভারত জামাইকার আগে গুয়ানাকে ৮০ হাজার কোভিশিল্ড পাঠিয়েছিল৷ যার জন্য স্যার ভিভ রিচার্ডস (Sir Vivian Richards), রিচি রিচার্ডসন (Richie Richardson), জিমি অ্যাডামস (Jimmy Adams) ও রামনরেশ সারওয়ান (Ramnaresh Sarwan) ভিডিও বার্তা প্রকাশ করে মোদিকে কৃতজ্ঞতা জানিয়ে ছিলেন৷
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় তৈরি হয়েছে করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’। সেই টিকা ভারতে উৎপাদন করছে পুণের সিরাম ইনস্টিটিউট। ভারত এই কোভিশিল্ডই পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে৷
advertisement
মলদ্বীপ, ভুটান, নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারত করোনা টিকা সরবরাহ করেছে মায়ানমার ও সিশিলিসেও৷ পাকিস্তান ব্যতীত এই ৬টি প্রতিবেশী দেশকে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এসব ভ্যাকসিন বিতরণ করা হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের নতুন 'হাতিয়ার' হয়ে উঠছে প্রতিষেধক। গোটা বিশ্ব ভারতের এহেন কাজের ভূয়সী প্রশংসা করেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2021 9:45 AM IST