China Taiwan Tension: শুধু মুখে হুঁশিয়ারি নয়, তাইওয়ানের পথে একের পর এক চিনা ট্যাঙ্ক! দেখুন সেই ভিডিও

Last Updated:

তাইওয়ানকে নিজেদের এলাকা বলে বরাবর দাবি করে এসেছে চিন৷ তাইওয়ানের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে যে দেশগুলি, তাদের বিরোধিতাও করে বেজিং৷

তাইওয়ান সীমান্তের দিকে এগোচ্ছে চিনা ট্যাঙ্ক৷
তাইওয়ান সীমান্তের দিকে এগোচ্ছে চিনা ট্যাঙ্ক৷
#বেজিং: তাইওয়ানে কি এবার সত্যি সত্যি সামরিক শক্তি প্রয়োগ করবে চিন? মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে ইতিমধ্যেই সেই সম্ভাবনা জোরালো হয়েছে৷ ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র বিরোধিতা করেছে চিন৷ এর ফলও মারাত্মক হবে বলে আমেরিকাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে তারা৷
ইতিমধ্যেই তাইওয়ানের কাছাকাছি এলাকায় নিজেদের বেশ কয়েকটি যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে চিন৷ এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল, তাইওয়ান সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে চিনের একের পর এক ট্যাঙ্ক এবং সামরিক অস্ত্রশস্ত্র বহনকারী সাঁজোয়া গাড়ি৷
advertisement
advertisement
চিনের একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও দেখা গিয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, ফুজিয়ানের একটি ব্যস্ত রাস্তা ধরে তাইওয়ানের পথে এগোচ্ছে চিনা সামরিক বাহিনীর ট্যাঙ্ক এবং বড় বড় ট্রাক৷ বেশ কিছু বড় বড় ট্রাকে তুলেও ট্যাঙ্ক নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে৷ ইতিমধ্যেই তাইওয়ানকে ঘিরে সমুদ্রে সামরিক মহড়া শুরু করে দিয়েছে চিন৷ চিনের সম্ভাব্য আক্রমণ রুখতে সতর্ক রয়েছে তাইওয়ানের সেনাও৷
advertisement
তাইওয়ানকে নিজেদের এলাকা বলে বরাবর দাবি করে এসেছে চিন৷ তাইওয়ানের সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে যে দেশগুলি, তাদের বিরোধিতাও করে বেজিং৷ তাই আমেরিকার সংসদের স্পিকারের তাইওয়ান সফরকে একেবারেই ভাল ভাবে নিচ্ছে না জিনপিং সরকার৷
advertisement
আমেরিকা অবশ্য দাবি করেছে, তিনি কোথায় যাবেন না যাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেশের সংসদের স্পিকারের আছে৷ চিন অবশ্য আমেরিকার এই যুক্তি মানতে নারাজ৷ এই সফরকে ন্যান্সি পেলোসির ব্যক্তিগত সফর বলে মানতেও নারাজ বেজিং৷ চিনা বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছে, এই সফর চলতে থাকলে পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হবে তারা৷
advertisement
ন্যান্সি পেলোসি অবশ্য মঙ্গলবার গভীর রােত তাইওয়ানে পৌঁছে দাবি করেছেন, তাইওয়ানের পাশ থেকে সরবে না আমেরিকা৷ পাশাপাশি, তাঁর এই সফরের উদ্দেশ্য উত্তেজনা না বাড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করা বলেও দাবি করেছেন পেলোসি৷ যদিও সেই আশ্বাসে কান দিতে নারাজ বেজিং৷ বরং আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে রীতিমতো সতর্ক করে দিয়েছে তারা৷
advertisement
চিন বরাবরই হুঁশিয়ারি দিয়ে এসেছে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই তাইওয়ানের দখল নেবে তারা৷ গত কয়েক দশক ধরে চিনা অভ্যুত্থানের আশঙ্কায় দিন কেটেছে তাইওয়ানের ২ কোটি ৩০ লক্ষ বাসিন্দাদের৷ চিনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনকালে সেই ভয় আরও বেড়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
China Taiwan Tension: শুধু মুখে হুঁশিয়ারি নয়, তাইওয়ানের পথে একের পর এক চিনা ট্যাঙ্ক! দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement