Covid 19 Test: মাত্র চার মিনিটেই করোনা পরীক্ষার নির্ভুল ফল! নতুন দাবি চিনের বিজ্ঞানীদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
#শাংহাই: সময় লাগবে মাত্র চার মিনিট৷ কিন্তু পরীক্ষার ফল হবে পিসিআর ল্যাব পরীক্ষার মতো নির্ভুল৷ করোনা পরীক্ষার (Covid 19 Test) জন্য এমনই নতুন পরীক্ষা পদ্ধতি তৈরি করে ফেলল চিনা বিজ্ঞানীরা৷
গোটা বিশ্বেই করোনার (Coronavirus) সবথেকে নির্ভুল পরীক্ষা হিসেবে পিসিআর টেস্টকে স্বীকৃতি দেওয়া হয়৷ কিন্তু এই পরীক্ষার ফল আসতে বেশ কয়েক ঘণ্টা সময় লেগে যায়৷ করোনা আক্রান্তের সংখ্যা প্রচুর হওয়া বহু দেশেই আরটি- পিসিআর পরীক্ষার রিপোর্ট আসতে কয়েকদিন পর্যন্ত সময় লেগে গিয়েছে৷ এই সমস্যারই সমাধান খুঁজে বের করেছেন শাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷
advertisement
advertisement
সোমবার নেচার বায়োমেডিক্যাল জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করেছেন চিনা বিজ্ঞানীরা৷ তাঁরা জানাচ্ছেন, এমন একটি সেন্সর তৈরি করা হয়েছে যেটি মাইক্রোইলেক্ট্রনিক্স-এর সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই লালারসের নমুনার মধ্যে থেকে জেনেটিক বিশ্লেষণ করে পরীক্ষার ফল জানিয়ে দিতে পারে৷ সবমিলিয়ে সময় লাগে চার মিনিটেরও কম৷
advertisement
ইতিমধ্যেই ৩৩ জন করোনা আক্রান্তের নমুনা নিয়ে এই নতুন পরীক্ষা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে৷ একই সঙ্গে ওই নমুনাগুলির পিসিআর পরীক্ষাও করা হয়েছে৷ আবার এমন ৫৪ জনের নমুনা নেওয়া নিয়ে পরীক্ষা করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের জ্বর থাকলেও তাঁরা করোনা আক্রান্ত ছিলেন না৷ আবার বেশ কয়েকজন সুস্থ স্বেচ্ছাসেবকও ছিলেন৷ এই নমুনা পরীক্ষাগুলির ফলও সঠিক এসেছে৷
advertisement
চিনা গবেষকদের দাবি, নতুন এই পরীক্ষার পোর্টেবেল ডিভাইসটি তৈরি হয়ে গেলে বিমানবন্দর, হাসপাতাল, এমন কি বাড়িতেও সেটি ব্যবহার করে সহজেই করোনা পরীক্ষা করা সম্ভব হবে৷
এতদিন রাপিড অ্যান্টিজেন টেস্টেও দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যেত৷ তবে তা সবসময় নির্ভুল হত না৷ চিনা বিজ্ঞানীদের এই দাবি সঠিক হলে করোনা পরীক্ষার সময় সত্যিই অনেকটা কমবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 8:23 AM IST