Narendra Modi: করোনার ধাক্কা সামলেও গোটা বিশ্বকে নেতৃত্ব দেবে ভারত, সংসদে আহ্বাণ মোদির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন অবশ্য করোনা অতিমারি চলাকালীন নোংরা রাজনীতি করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)৷
#দিল্লি: করোনা অতিমারির (Covid 19 Pandemic) পরবর্তী সময়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যেতে হবে দেশকে৷ সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বক্তব্য রাখতে গিয়ে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ এই লক্ষ্যপূরণে প্রত্যেক নাগরিকের থেকে সহযোগিতাও চাইলেন প্রধানমন্ত্রী৷
নরেন্দ্র মোদি বলেন, 'আমরা একটা নতুন ব্যবস্থার মধ্যে বাস করছি৷ অতিমারি পরবর্তী সময়ে অনেক টার্নিং পয়েন্ট এসেছে৷ বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে চিহ্নিত করা হচ্ছে৷ হীনমন্যতায় না ভুগে এই ভূমিকা পালনে আমাদের এগিয়ে চলা উচিত৷'
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, 'এই সুদীর্ঘ অতিমারির মধ্যেও ভারত অর্থনৈতিক অগ্রগতির পথে যে পদক্ষেপগুলি করেছে, গোটা বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে৷'
এ দিন অবশ্য করোনা অতিমারি চলাকালীন নোংরা রাজনীতি করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাঁর অভিযোগ, করোনা কালে পরিযায়ী শ্রমিকদের বিভ্রান্ত করেছে কংগ্রেস৷ তাঁর অভিযোগ, অতিমারির প্রথম ঢেউয়ের সময়ে মুম্বাইয়ে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের উত্তর প্রদেশ, বিহার সহ অন্যান্য রাজ্যে ফিরে যাওয়ার জন্য উস্কানি দিয়েছে কংগ্রেস৷
advertisement
প্রধানমন্ত্রী চাঞ্চল্যকর অভিযোগ তুলে বলেন, 'গণতন্ত্রে সমালোচনা করা অবশ্যই ভাল৷ কিন্তু তার মানে এই নয় যে অন্ধের মতো বিরোধিতা করতে হবে৷ করোনা রাজনীতি করতে গিয়ে কংগ্রেস সব সীমা অতিক্রম করেছে৷ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাবে কংগ্রেস করোনা সংক্রমণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ কংগ্রেস কর্মীরা পরিযায়ী শ্রমিকদের হাতে বাড়ি ফেরার টিকিট তুলে দিয়েছে৷' পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য দিল্লির আপ সরকারকেও দায়ী করেন প্রধানমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 9:22 PM IST