Gurmeet Ram Rahim: একুশ দিনের জন্য জেল মুক্তি রাম রহিমের, নেপথ্যে পঞ্জাবের ভোট?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পঞ্জাবের একটা বড় অংশে এখনও রাম রহিমের অনুগামী ও ভক্তের সংখ্যা উল্লেখযোগ্য৷ ফলে রাম রহিমকে একুশ দিনের জন্য মুক্তির যে সিদ্ধান্ত হরিয়ানা সরকার নিয়েছে, তার পিছনে ভোটের অঙ্ক দেখছেন অনেকেই (Gurmeet Ram Rahim Release:)৷
#চণ্ডীগড়: একুশ দিনের জন্য জেল থেকে মুক্তি পাচ্ছেন ডেরা সচ্চা সওদার প্রধান ধর্মগুরু গুরমীত রাম রহিম (Gurmeet Ram Rahim)৷ এই মুহূর্তে নিজের ম্যানেজার এবং একজন সাংবাদিককে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন তিনি৷ পাশাপাশি ধর্ষণের মামলাতেও কুড়ি বছরের জেলের সাজা হয়েছে তাঁর৷
হরিয়ানার জেলে বন্দি ছিলেন রাম রহিম৷ পঞ্জাব নির্বাচনের (Punjab Elections 2022) ঠিক আগে তাঁর এই জেলমুক্তির ঘটনার পিছনে অবশ্য রাজনৈতিক অঙ্ক দেখছেন অনেকেই৷ কারণ হরিয়ানায় ক্ষমতায় রয়েছে বিজেপি৷ আর পঞ্জাবে ক্ষমতায় রয়েছে কংগ্রেস৷ পঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি৷
advertisement
advertisement
পঞ্জাবের একটা বড় অংশে এখনও রাম রহিমের অনুগামী ও ভক্তের সংখ্যা উল্লেখযোগ্য৷ ফলে রাম রহিমকে একুশ দিনের জন্য মুক্তির যে সিদ্ধান্ত হরিয়ানা সরকার নিয়েছে, তার পিছনে ভোটের অঙ্ক দেখছেন অনেকেই৷
এর আগেও অবশ্য তিন বার প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম৷ তবে সেক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজের অসুস্থ মাকে দেখার জন্য জেল থেকে বেরনোর অনুমতি দেওয়া হয় তাঁকে৷ যদিও এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার অবশ্য রাম রহিমের জেল মুক্তির সঙ্গে নির্বাচনী অঙ্কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ তাঁর দাবি, নিয়ম মেনেই রাম রহিমকে মুক্তি দেওয়া হচ্ছে৷
advertisement
পঞ্জাবের মালওয়া অঞ্চলে রাম রহিমের ডেরা সংগঠনের অনুগামীরা রয়েছেন৷ এই অঞ্চলে মোট ৬৯টি বিধানসভা কেন্দ্র রয়েছে৷ পঞ্জাবে মোট ১১৭টি বিধানসভা রয়েছে৷
ফলে মালওয়া অঞ্চলের ৬৯টি বিধানসভা কেন্দ্রের ফল সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে৷ এবারের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস, বিজেপি, আপ সহ সব দলের নেতারাই ডেরা অনুগামীদের সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করেছেন৷ কারণ ডেরা অনুগামীরা সাধারণত এই নেতাদের পরামর্শ মেনেই ভোট দেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 8:57 PM IST