চিনা ওষুধের ওপর নিষেধাজ্ঞা চাপালেন ক্ষুব্দ কিম
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
উত্তর কোরিয়ার একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা চিনের তৈরি ইনজেকশন গ্রহণের পর মারা গেছেন। এ ঘটনা জানার পর দেশটির নেতা কিম জং উন রেগে গিয়ে পিয়ংইয়ংয়ের প্রধান হাসপাতালগুলোতে চিনা ওষুধ ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন
মারা যাওয়া ওই কর্মকর্তার বয়স ছিল ষাটের কোটায়। তিনি কিম জং ইল যুগ থেকে একজন বিশ্বস্ত আমলা ছিলেন। তিনি উচ্চ রক্তচাপের সঙ্গে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছিলেন। পিয়ংইয়ং মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর আগে তাঁকে কোকারবক্সিলেসের একটি ডোজ ইনজেকশন দেওয়া হয়েছিল, যা সাধারণত রোগীদের ক্লান্তি থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করার জন্য ব্যবহৃত হয়।
advertisement
তবে উত্তর কোরিয়ায়, এই ওষুধটি ফুসফুসের অসুস্থতা, উচ্চ রক্তচাপ এবং এমনকি সংক্রামক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। বাণিজ্য নিষেধাজ্ঞা ও করোনা মহামারির কারণে বর্তমানে ওষুধের সংকটে পড়েছে উত্তর কোরিয়া। আমদানির পরিবর্তে এবার দেশেই ওষুধ তৈরির কথা ভাবছে দেশটি। জানা গেছে, কিম এমন একজন প্রতিভাবান কর্মকর্তাকে হারানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন।
advertisement
advertisement
তিনি চিনের করোনা ভ্যাকসিনের নমুনা নিয়ে বিশ্লেষণ ও গবেষণা বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন। তবে তদন্তের সময় কর্তৃপক্ষ জানতে পেরেছে, পিয়ংইয়ং-এর প্রধান হাসপাতালগুলো বিভিন্ন ধরনের ওষুধ সঠিকভাবে সংরক্ষণ করছে না। কিন্তু কিম জানিয়েছেন এমনিতে ড্রাগনের সঙ্গে তাঁদের যত ভালই সম্পর্ক হোক, ওই কর্মকর্তার মৃত্যুর কারণ যদি চিনা ইঞ্জেকশন হয়ে থাকে, তাহলে কিন্তু তিনি উত্তর কোরিয়া থেকে চিনা ব্যবসার দফারফা করে দেবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 12:04 AM IST