বেলাগাম চিনের রকেট, মহাকাশ থেকে হু হু করে নেমে আসছে, হবে কোন ধ্বংসলীলা

Last Updated:

চিনের অন্তরীক্ষ যান নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর কক্ষেই ফিরে আসছে....

China's space shuttle has lost control and can damage aerth heavily
China's space shuttle has lost control and can damage aerth heavily
#নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক (United States Department of Defence) গভীর চিন্তায়৷ তারা ইতিমধ্যেই চিনের নিয়ন্ত্রণ হারানো অন্তরীক্ষযানকে ট্র্যাক করতে পেরেছে৷ চিনের Long March 5B-rocket বেলগাম হয়ে গিয়ে ফের ফিরে আসছে পৃথিবীর বায়ুমণ্ডলেই (Chinese Long March 5B-rocket that is 'out of control' and set to re-enter Earth's atmosphere this weekend) ৷ তাও আবার এই সপ্তাহান্তেই৷
মার্কিন ওয়াকিবহাল মহল জানাচ্ছে মে মাসের ৮ তারিখ নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে পুরোপুরি ঢুকে যাবে এই রকেট৷ আর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ধাক্কা খেয়ে ভস্মীভূত হয়ে যাবে আর তখনই সমস্ত ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে একেবারে ক্ষয়ক্ষতি করবে বিশাল৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ড (US Space Command) পুরো বিষয়টির ওপর নজর রাখছে৷
নিজেদের সরকারি বিবৃতিত পেন্টাগনের মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড (US Space Command) জানিয়েছেন, ‘‘ইউ এস স্পেস কমান্ড বিষয়টি সম্পর্কে জানে তারা চাইনিজ লঙ্গ মার্চ ৫ বি মহাকাশে ঠিক কোথায় রয়েছে৷ তবে কোথা দিয়ে পৃথিবীতে এটা ঢুকবে তা এখনও বোঝা যাচ্ছে না যতক্ষণ না এটা ঢুকে ়াচ্ছে, তবে এটা ৮ মে -র আশেপাশে এটা ঢুকবে৷
advertisement
advertisement
সেখানে আরও বলা হয়েছে. ‘‘সেই অবধি দ্য ১৮ স্পেস কন্ট্রোল স্কোয়াড্রন এই নিয়ে রোজই আপডেট দেখবে৷ মে মাসের ৪ তারিখ থেকে স্পেস ট্র্যাক .ওআরজি (Space-track.org) এর লাইভ লোকেশন ট্র্যাক করছে৷ USSPACECOM  তে এর সম্পর্কে অতিরিক্ত তথ্যও পাওয়া যাচ্ছে৷
ন্যাশানাল ইন্টিলিজেন্স অন গ্লোবাল থ্রেট -র মার্কিন অফিস জানিয়েছে তাদের ইন্টিলেজেন্স রিপোর্ট অনুযায়ি চিন নিজেদের মহাকাশের কাজ জারি রাখবেই৷ তার মধ্যে রয়েছে satellite reconnaissance, পজিশানিং, নেভিগেশন, ও টাইমিং৷ তারা স্যাটেলাইট কমিউনিকেশনকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে৷
advertisement
গত বছরেও লঙ্গ মার্চ ৫ বি রকেট ক্র্যাশ ল্যান্ডিং করেছিল৷ সেবার আটলান্টিক মহাসাগরে এই ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল৷  যা ধ্বংসাবশেষ ছিল তা৩০.৪৮ মিটার ও ১৮,০০০ কেজি৷ ১৯৯১ -র পর এটা সবচেয়ে বেশি রকেটের ধ্বংসাবশেষ যা পৃথিবীর কোনও মহাসাগরে পড়েছিল৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বেলাগাম চিনের রকেট, মহাকাশ থেকে হু হু করে নেমে আসছে, হবে কোন ধ্বংসলীলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement