বেলাগাম চিনের রকেট, মহাকাশ থেকে হু হু করে নেমে আসছে, হবে কোন ধ্বংসলীলা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
চিনের অন্তরীক্ষ যান নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর কক্ষেই ফিরে আসছে....
#নিউইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক (United States Department of Defence) গভীর চিন্তায়৷ তারা ইতিমধ্যেই চিনের নিয়ন্ত্রণ হারানো অন্তরীক্ষযানকে ট্র্যাক করতে পেরেছে৷ চিনের Long March 5B-rocket বেলগাম হয়ে গিয়ে ফের ফিরে আসছে পৃথিবীর বায়ুমণ্ডলেই (Chinese Long March 5B-rocket that is 'out of control' and set to re-enter Earth's atmosphere this weekend) ৷ তাও আবার এই সপ্তাহান্তেই৷
মার্কিন ওয়াকিবহাল মহল জানাচ্ছে মে মাসের ৮ তারিখ নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে পুরোপুরি ঢুকে যাবে এই রকেট৷ আর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ধাক্কা খেয়ে ভস্মীভূত হয়ে যাবে আর তখনই সমস্ত ধ্বংসাবশেষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে একেবারে ক্ষয়ক্ষতি করবে বিশাল৷ মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ড (US Space Command) পুরো বিষয়টির ওপর নজর রাখছে৷
নিজেদের সরকারি বিবৃতিত পেন্টাগনের মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ড (US Space Command) জানিয়েছেন, ‘‘ইউ এস স্পেস কমান্ড বিষয়টি সম্পর্কে জানে তারা চাইনিজ লঙ্গ মার্চ ৫ বি মহাকাশে ঠিক কোথায় রয়েছে৷ তবে কোথা দিয়ে পৃথিবীতে এটা ঢুকবে তা এখনও বোঝা যাচ্ছে না যতক্ষণ না এটা ঢুকে ়াচ্ছে, তবে এটা ৮ মে -র আশেপাশে এটা ঢুকবে৷
advertisement
advertisement
সেখানে আরও বলা হয়েছে. ‘‘সেই অবধি দ্য ১৮ স্পেস কন্ট্রোল স্কোয়াড্রন এই নিয়ে রোজই আপডেট দেখবে৷ মে মাসের ৪ তারিখ থেকে স্পেস ট্র্যাক .ওআরজি (Space-track.org) এর লাইভ লোকেশন ট্র্যাক করছে৷ USSPACECOM তে এর সম্পর্কে অতিরিক্ত তথ্যও পাওয়া যাচ্ছে৷
ন্যাশানাল ইন্টিলিজেন্স অন গ্লোবাল থ্রেট -র মার্কিন অফিস জানিয়েছে তাদের ইন্টিলেজেন্স রিপোর্ট অনুযায়ি চিন নিজেদের মহাকাশের কাজ জারি রাখবেই৷ তার মধ্যে রয়েছে satellite reconnaissance, পজিশানিং, নেভিগেশন, ও টাইমিং৷ তারা স্যাটেলাইট কমিউনিকেশনকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে৷
advertisement
গত বছরেও লঙ্গ মার্চ ৫ বি রকেট ক্র্যাশ ল্যান্ডিং করেছিল৷ সেবার আটলান্টিক মহাসাগরে এই ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল৷ যা ধ্বংসাবশেষ ছিল তা৩০.৪৮ মিটার ও ১৮,০০০ কেজি৷ ১৯৯১ -র পর এটা সবচেয়ে বেশি রকেটের ধ্বংসাবশেষ যা পৃথিবীর কোনও মহাসাগরে পড়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2021 12:54 PM IST