China Covid: নতুন বছরে নয়া আতঙ্ক! এক সপ্তাহে চিনে ১৩ হাজার মানুষের প্রাণ কাড়ল করোনা

Last Updated:

যদিও, যাঁরা করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসারত অবস্থায় মারা যাচ্ছেন, তাঁদের নাম এই তালিকায় যোগ করা হয়নি। অর্থাৎ, মৃতের সংখ্যা যে আরও বেশি তা বলা বাহুল্য।

চিন: গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে চিনে ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে চিনে ৮০ শতাংশ মানুষই এই দফা কোভিড আক্রান্ত হয়ে যাওয়ায় নতুন করে করোনার ঢেউ আসার সম্ভাবনা এখন নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
গত ১২ জানুয়ারি চিনা প্রশাসনের তরফে জানানো হয়েছিল, এই সংক্রমণ পর্বে চিনে কোভিড আক্রান্ত হয়ে ৬০ হাজার মানুষ মারা গিয়েছেন। তারপরে নতুন প্রকাশিত পরিসংখ্যানে ফের জানানো হয়েছে, গত ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারির মাঝে চিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ হাজার।
আরও পড়ুন: যা পছন্দ, তা-ই বিনামূল্যে পাবেন গরিব মানুষেরা, অবাক করবে লখনউ-এর এই 'মল'
যদিও, যাঁরা করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসারত অবস্থায় মারা যাচ্ছেন, তাঁদের নাম এই তালিকায় যোগ করা হয়নি। অর্থাৎ, মৃতের সংখ্যা যে আরও বেশি তা বলা বাহুল্য।
advertisement
advertisement
এর মধ্যেই নতুন করে আশঙ্কার মেঘ দেখা দিয়েছে চিনের উপরে। আজই চিনা নববর্ষের শুরু। নতুন বছরের আগে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের বাড়ি ফিরেছেন চিনের বহু মানুষ। এর ফলে নতুন করে সংক্রমণ আরও ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রাত ২টোর সময় অসমের মুখ্যমন্ত্রীর কাছে হঠাৎ ফোন! ওপার থেকে ভেসে এল 'শাহরুখ খান বলছি..'
তবে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই করোনা ঢেউয়ে চিনা নাগরিকদের ৮০ শতাংশই কোভিড আক্রান্ত হয়েছেন। তাই নতুন করে করোনার ঢেউ আসার সম্ভাবনা আপাতত নেই।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
China Covid: নতুন বছরে নয়া আতঙ্ক! এক সপ্তাহে চিনে ১৩ হাজার মানুষের প্রাণ কাড়ল করোনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement