China News : একই দিনে ২৩টি দাঁত তোলা এবং ১২টি ইমপ্ল্যান্ট, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি

Last Updated:

China News : ২৩টি দাঁত তুলে ফেলেছিলেন৷ বসিয়েছিলেন ১২টি নতুন দাঁত৷ অপারেশনের ১৩ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্যক্তি৷

একদিনে ২৩ দাঁত তুলে প্রাণ হারালেন ব্যক্তি
একদিনে ২৩ দাঁত তুলে প্রাণ হারালেন ব্যক্তি
বেজিং : বড় সিদ্ধান্ত নিয়েছিলেন চীনের এক ব্যক্তি৷ ২৩টি দাঁত তুলে ফেলেছিলেন একবারে৷ সঙ্গে বসিয়েছিলেন ১২টি নতুন দাঁত৷ এতটা ধাক্কা সহ্য করতে পারেনি শরীর৷ অপারেশনের ১৩ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সেই ব্যক্তি৷
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, যে ডাক্তার অপারেশনটি করেছিলেন, তিনি এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ৷ এই ডাক্তারের পাঁচ বছরের অভিজ্ঞতাও রয়েছে৷ তিনি রুট ক্যানাল বা নতুন করে দাঁত বসানোর ক্ষেত্র যথেষ্ট অভিজ্ঞ৷ কিন্তু তারপরও এমন অঘটন হওয়ায় প্রশ্ন উঠেছে ডাক্তারের ভূমিকা নিয়ে৷
advertisement
advertisement
হৃদরোগে প্রাণ হারানো ব্যক্তির নাম জানা যায়নি৷ তাঁর মেয়ে শু বলছিলেন “আমি কখনও ভাবতে পারিনি বাবা এত তাড়াতাড়ি চলে যাবে। আমরা তাঁকে একটা নতুন গাড়িও কিনে দিয়েছিলাম৷ দুর্ভাগ্য, বাবা সেটা একবারের জন্যেও চালানোর সুযোগ পেল না৷” শেষ নয়৷ মেয়েটি আরও জানিয়েছেন যে, দাঁতগুলি তোলার পর তাঁর বাবার অসম্ভব যন্ত্রণা হচ্ছিল৷ সেই সময় ওই ডাক্তার ব্যাথা কমানোর ঔষধও দিয়েছিলেন৷
advertisement
এতগুলি দাঁত তোলা, এবং নতুন দাঁত বসানো৷ গোটা ব্যাপারটায় কত অর্থ খরচ হয়েছে জানা যায়নি৷ তবে হাসপাতাল সূত্রের খবর, এক একটি দাঁত বসানোর ক্ষেত্রে খরচ প্রায় ১৫০০ ইউয়ান (US$210)। ভারতীয় মুদ্রায় যা ১৭ হাজার টাকারও বেশি।
advertisement
হাসপাতালের তরফ থেকে এই ইস্যুতে বলা হয়েছে, “যেহেতু অস্ত্রোপচার এবং ওই ব্যাক্তির মৃত্যুর মধ্যে মাত্র ১৩ দিনের ব্যবধান ছিল, আমরা তাই পুরো ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছি, ঘটনা সম্পর্কিত যাবতীয় আপডেট নির্দিষ্ট সময় জানানো হবে৷”
উহানের হসপিটাল অফ ইউনিভার্সাল লাভের ডেন্টাল মেডিসিন সেন্টারের প্রধান জানিয়েছেন, একবারে কতগুলি দাঁত তোলা যাবে, তার কোনও সরকারী মাপকাঠি নেই৷ তবে দশের বেশি সাধারণত করা হয় না। তাঁর কথায়, “২৩টি দাঁত তোলা বেশ কঠিন। এর জন্য পর্যাপ্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন দন্ত চিকিৎসকের প্রয়োজন হয়। সবাই এই কাজ করতে পারে না৷”
বাংলা খবর/ খবর/বিদেশ/
China News : একই দিনে ২৩টি দাঁত তোলা এবং ১২টি ইমপ্ল্যান্ট, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement