Kindergarten Principal Fired: ৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের 'ভালবাসা'র উপহার নিতেই বিপত্তি

Last Updated:

Kindergarten Principal Fired For Accepting Chocolate: সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে যে ছেলেটি একটি চকোলেটের বাক্স ওয়াংকে দিয়েছিল, তিনি সেটি নেওয়ার পর জড়িয়ে ধরেছিলেন ছাত্রকে। পরে তিনি কিন্ডারগার্টেনে অন্যান্য শিশুদের সঙ্গে সেই চকোলেট ভাগ করে নেন।

৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের 'ভালবাসা'র উপহার নিতেই বিপত্তি
৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের 'ভালবাসা'র উপহার নিতেই বিপত্তি
কলকাতা: পরিবারের পরেই স্কুল, যেখানে শিশুরা সবচেয়ে বেশি সময় কাটায় সারাদিনে। বাবা-মা যখন সঙ্গে থাকেন না, শিক্ষক বা শিক্ষিকারা শিশুদের আগলে রাখে। শিক্ষক বা শিক্ষিকা শিশুদের মনে যে জায়গাটা নিয়ে থাকেন, অনেক সময় বাড়ির লোকও তা পারেন না। শিশুরাও সে দিক দিয়ে আপন করে নেয় শিক্ষক-শিক্ষিকাকে। কিন্তু ভালবাসার বন্ধন যদি প্রতিষ্ঠানের নিয়ম লঙ্ঘন করে, তখনই বিপত্তি! সম্প্রতি চিনে ঘটল এমন এক আশ্চর্য ঘটনা। চাকরি চলে গেল স্কুলের প্রিন্সিপালেরই!
শিক্ষক দিবসে এক শিশুর কাছ থেকে উপহার গ্রহণ করেছিলেন প্রধান শিক্ষিকা, এই তাঁর অপরাধ। ৬০টাকার একটি চকোলেট গ্রহণ করেছিলেন তিনি ছাত্রের থেকে। তার জন্য খোয়ালেন চাকরি। চংকিং-এর সানক্সিয়া কিন্ডারগার্টেনে ঘটে যাওয়া এই ঘটনাটির পর ওয়াং নামের সেই প্রধান শিক্ষিকাকে বরখাস্ত করা হয়। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে যে ছেলেটি একটি চকোলেটের বাক্স ওয়াংকে দিয়েছিল, তিনি সেটি নেওয়ার পর জড়িয়ে ধরেছিলেন ছাত্রকে। পরে তিনি কিন্ডারগার্টেনে অন্যান্য শিশুদের সঙ্গে সেই চকোলেট ভাগ করে নেন।
advertisement
advertisement
কিন্ডারগার্টেন ওয়াংকে জানিয়েছিল যে তাকে বরখাস্ত করা হয়েছে একজন ছাত্রের কাছ থেকে উপহার গ্রহণ করার কারণে। কর্তৃপক্ষের দাবি, ওয়াং শিক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়ম লঙ্ঘন করেছে। শিক্ষার্থী বা তাদের বাবা-মায়ের কাছ থেকে কোনও উপহার বা অর্থ গ্রহণ করতে পারে না শিক্ষক-শিক্ষিকারা।
ওয়াং পরবর্তীতে জিউলংপো জেলা গণ আদালতে একটি মামলা দায়ের করেন। প্রাথমিক শুনানির সময়, স্কুলের প্রতিরক্ষা যুক্তি দিয়েছিল যে, উপহারটি গ্রহণ করা, তার মূল্য নির্বিশেষে, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম লঙ্ঘন করেছে এবং কিন্ডারগার্টেনের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। আদালত মার্চ মাসে রায় দেয় যে ওয়াংকে কিন্ডারগার্টেন থেকে বরখাস্ত করা অবৈধ ছিল। চকোলেটটি ভালবেসে দিয়েছিল সেই ছাত্র। ওয়াং কোনও নিয়ম ভাঙেননি। আদালত কিন্ডারগার্টেনকে ওয়াংকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
advertisement
কিন্ডারগার্টেন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে; কিন্তু আগস্টে, চংকিং নং 5 ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট দ্বিতীয় শুনানির পর মূল রায় বহাল রাখে। ওয়াং-এর বরখাস্ত হওয়া সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে উঠেছে। সেই ভিডিও 7.2 মিলিয়ন ভিউ অর্জন করেছে, ব্যবহারকারীরা সর্বসম্মতভাবে শিক্ষিকাকে সমর্থন করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kindergarten Principal Fired: ৬০টাকার চকোলেটের জন্য চাকরি গেল শিক্ষিকার! ছাত্রের 'ভালবাসা'র উপহার নিতেই বিপত্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement