Myanmar Earthquake: কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন সেতু! ভূমিকম্পে ধ্বস্ত মায়ানমারের ব্রিজ ভাঙার ভিডিও ভাইরাল
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
থর থর করে কেঁপে উঠল মাটি আর তার দাপটেই গুঁড়িয়ে গেল গোটা ব্রিজ। মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পরে এখন গোটা দেশজুড়ে শুধুই আর্তনাদ আর হাহাকারের ছবি।
মায়ানমার: থর থর করে কেঁপে উঠল মাটি আর তার দাপটেই গুঁড়িয়ে গেল গোটা ব্রিজ। মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পরে এখন গোটা দেশজুড়ে শুধুই আর্তনাদ আর হাহাকারের ছবি। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মায়ানমারের আভা ব্রিজের হাড়হিম করা দৃশ্যের ছবি।
Part of the iconic Ava Bridge over the Irrawaddy River in #Mandalay, #Myanmar, has collapsed following the #earthquake. #MyanmarEarthquake pic.twitter.com/mPoVDeFZH3
— Shanghai Daily (@shanghaidaily) March 28, 2025
advertisement
advertisement
শুক্র সকালে প্রথমে ৭.৭ এবং পরবর্তীতে ৬.৪ আফটার শকে ধস্ত হয়েছে মায়ানমারের বিস্তীর্ণ এলাকা। শুধু মায়ানমারই নয় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনুভূত হয়েছে এই কম্পন। থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাঙ্কক থেকে উত্তরের শহর চিয়াং মাই বহু এলাকাতেই কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যেই এই কম্পনে গুঁড়িয়ে যাওয়া বহু বাড়ির ভয়ংকর দৃশ্য সামনে আসতে শুরু করেছে। মায়ানমার থেকে ব্যাঙ্কক ভূমিকম্পের তীব্রতায় বহু বাড়ি থেকে ইমারত ইতিমধ্যেই ধ্বংস হয়েছে।
advertisement
পর পর দুই ভূমিকম্পে শুক্রবার কেঁপে উঠেছে মায়ানমার। দুটি ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭ এবং ৬.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মোনওয়া শহর থেকে ৫০ কিমি দূরে।ভূমিকম্পের জেরে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা সরকারের। ধীরে ধীরে প্রকাশ্যে আসছে সেই সব খবর। যুদ্ধবন্দীদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ভূমিকম্পের জেরে মন্ডলয়তে ভেঙে পড়েছে একটি মসজিদ। এই মসজিদ ভেঙে প্রাণ গিয়েছে আরও ২০ জনের।ভূমিকম্পে মোট কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়, উদ্ধারকাজ চালাচ্ছে মায়ানমার প্রশাসন। তবে যে তীব্রতায় ভূমিকম্প হয়েছে, তাতে মৃতের সংখ্যা অনেক বাড়তে পারে।
advertisement
এই ভূমিকম্পের জেরে দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মায়ানমারকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 3:27 PM IST