লন্ডন : এক বালককে ধাক্কা দিয়ে ফেলে তার উপর দিয়ে মার্চ করে চলে গেল ব্রিটিশ রানির নিরাপত্তারক্ষীরা (British Royal Guard)! এই ভিডিও দেখে স্তম্ভিত নেটদুনিয়া৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ার অব লন্ডনের (Tower of London) দিকে মার্চ করে এগিয়ে যাচ্ছেন রাজবাহিনীর দু’জন রক্ষী৷ তাঁদের পরনে ঐতিহ্যবাহী ধূসর ইউনিফর্ম এবং মাথায় আইকনিক বেয়ারস্কিন ক্যাপ (Child knocked over by queen’s guard near Tower of London )৷
আশেপাশে কিছু দর্শনার্থী ছড়িয়ে ছিটিয়ে দেখছিলেন তাঁদের টহল৷ আচমকাই দুই রক্ষীর মধ্যে একজনের ধাক্কায় পড়ে যায় এক বালক৷ সেও মায়ের হাত ধরে তাঁদের টহল দেখছিল৷ কিন্তু তার দিকে ভ্রূক্ষেপও না করে কার্যত তার উপর দিয়েই মার্চ পাস্ট করে চলে যায় ব্রিটিশ রাজবাহিনীর ওই রক্ষী৷ যদিও ভূপতিত ছেলেটি ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায় সঙ্গে সঙ্গেই৷ তার যে আঘাত লাগেনি, দেখেই বোঝা যায়৷ কিন্তু সে পড়ে যাওয়া মাত্র চিৎকার করে উঠেছিল উপস্থিত দর্শনার্থীরা৷
This is really thought provoking. pic.twitter.com/vwnEACHMez
— Zhang Heqing张和清 (@zhang_heqing) December 30, 2021
আরও পড়ুন : বড়দিনে মোড়ক রাংতা-সহ 6 প্যাকেট চকোলেট খেয়ে রক্তবমি, জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পোষ্য সারমেয়র
ভিডিওটি প্রথমে টিকটক-এ শেয়ার করা হয়েছিল৷ সেখান থেকে এটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমের অন্য মঞ্চে৷ ট্যুইটারে এটি ২ মিলিয়ন বারেরও বেশি বার দেখা হয়েছে৷ ভিডিও ঘিরে বিভক্ত নেটিজেনরা৷ কারও মতে, ছেলেটি এবং তার মায়ের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল৷ কেউ মনে করছেন, প্রোটোকল ভেঙে এক বার অন্তত ছেলেটির কাছে আসতে পারতেন ওই রক্ষী৷ অন্যদিকে, কারওর মত, কোনওদিকে ভ্রূক্ষেপ না করে নিজের দায়িত্ব পালনের প্রোটোকলের প্রতি দায়বদ্ধ ওই রক্ষী৷
আরও পড়ুন : সুনামির মতো স্বাস্থ্য ব্যবস্থাকে আঘাত করবে ওমিক্রন, চরম সতর্কবার্তা হু-এর
তবে পরে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই রক্ষী রুটিন টহলের পরে ছেলেটির কাছে গিয়ে তার খবর নেন৷ তবে তাদের দাবি, নিয়মমাফিক টহল শুরুর আগে রক্ষীরা সতর্ক করেছিলেন উপস্থিত জনতাকে৷ কিন্তু কোনওভাবে ছেলেটিই তাঁদের সামনে এসে পড়ে৷ তাকে আঘাত না দিয়ে টহল দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের৷ পরে তার কাছে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং ছেলেটি সম্পূর্ণ সুস্থ আছে বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: British Queen, British Royal Family, British Royal Guard, Viral Video