Justin Trudeau Separation: ১৮ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Justin Trudeau Separation: ১৮ বছর দাম্পত্যের পর বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী
রাষ্ট্রনায়কের পাশাপাশি জাস্টিন ট্রুডোর আদ্যন্ত পারিবারিক ভাবমূর্তিও খুব জনপ্রিয় ছিল বিশ্বের জনমানসে৷ সেই ছবি ভেঙে পড়ল তাসের ঘরের মতো৷ ১৮ বছর দাম্পত্যের পর বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী৷ তিনি এবং সোফি বুধবার আইনি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন৷ তাঁদের দীর্ঘ দাম্পত্যে ইতি টানল এই স্বাক্ষর৷
সামাজিক মাধ্যমে ট্রুডো লিখেছেন ‘‘সোফি এবং আমি জানাতে চাই যে বহু অর্থবহ এবং জটিল সংলাপের পর আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ আমরা যেরকম দুজনের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে একটি পরিবারে ছিলাম এবং যা কিছু সৃষ্টিশীল কাজ করেছি, সেরকম কাজ করে যাব৷ আমাদের সন্তানদের স্বার্থে আপনাদের কাছে অনুরোধ, আমাদের দুজনের এবং সন্তানদের ব্যক্তিগত পরিসরকে যেন সম্মান করা হয়৷’’
advertisement
advertisement
advertisement
বিবাহ বিচ্ছেদের পথে সব ধরনের আইনি এবং নৈতিক পদক্ষেপ তাঁরা করবেন বলে জানানো হয়েছে৷ ৫১ বছর বয়সি ট্রুডো এবং ৪৮ বছরের সোফি বিয়ে করেছিলেন ২০০৫ সালে৷ তাঁদের সন্তান তিন জন৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে প্রধানমন্ত্রী ট্রুডো এবং সোফি দুজনেই তাঁদের সন্তানদের নিরাপদ সুরক্ষিত এবং সহায়ক পরিবেশে বড় করতে তুলতে বদ্ধ পরিকর৷ দাম্পত্য ভেঙে গেলেও সন্তানদের নিয়ে একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন ট্রুডো এবং সোফি৷
advertisement
সোফি গ্রগরি ছিলেন ট্রুডোর ছোটবেলার বান্ধবী ৷ ভাই মিশেলে সূত্রে সোফির সঙ্গে আলাপ ৷ তাঁদের শৈশব কেটেছে কানাডার মন্ট্রিল প্রদেশে ৷ দীর্ঘদিন পরে দুজনের আলাপ ২০০৩ সালে জুন মাসে ৷ সোফি তখন টেলিভিশনের সঞ্চালিকা ৷ ট্রুডো রাজনীতিক ৷ একটি চ্যারিটি শো-এ তাঁদের আবার আলাপ ৷ কয়েক মাস পর থেকে শুরু ঘনিষ্ঠ মেলামেশা ৷ এক বছর প্রেমপর্বের পরে ২০০৩-এর অক্টোবরে বাগদান এবং তার পরের বছর মে মাসে বিয়ে ৷
advertisement
তাঁদের বড় ছেলে জেভিয়ারের জন্ম হয় ২০০৭ সালে ৷ দু বছর পর সংসারে আসে নতুন অতিথি, কন্যা এলা গ্রেস ৷ ছোট ছেলে হ্যাডরিয়েনের জন্ম ২০১৪-এ ৷ লিবারাল পার্টির নেতা ট্রুডো ২০১৫ সালের নভেম্বরে কানাডার ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 9:11 AM IST