বিপুল আর্থিক ক্ষতি, নিজেদের দেউলিয়া ঘোষণা করে বন্ধ হয়ে যাচ্ছে কেমব্রিজ অ্যানালিটিকা
Last Updated:
ফেসবুক তথ্য ফাঁস কাণ্ডের পর থেকে বিপুল আর্থিক ক্ষতির সঙ্গে পাল্লা দিতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে কেমব্রিজ অ্যানালিটিকা ৷ একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এই সংস্থার জনক ব্রিটিশ কোম্পানি এসসিএল ইলেকশনস লিমিটেড।
#নয়াদিল্লি: ফেসবুক তথ্য ফাঁস কাণ্ডের পর থেকে বিপুল আর্থিক ক্ষতির সঙ্গে পাল্লা দিতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে কেমব্রিজ অ্যানালিটিকা ৷ একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে এই সংস্থার জনক ব্রিটিশ কোম্পানি এসসিএল ইলেকশনস লিমিটেড। তথ্যফাঁস কাণ্ডের পর বিপুল লোকসানের ধাক্কা সামলাতে না পেরে নিজেদের দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা ৷
গত মার্চে প্রকাশ্যে এসেছিল অ্যানালিটিকার তথ্যফাঁস কাণ্ড ৷ জানা যায়, প্রায় ৯ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে বিশ্বজুড়ে একাধিক নির্বাচনে জনমত প্রভাবিত করেছে তারা। এমনকী বাদ যায়নি মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনও। অভিযোগ, ২০১৪ সাল থেকে শুরু করে কোটি কোটি ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে তারা ৷
advertisement
advertisement
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের প্রচারের কাজে লাগানো হয়েছিল এই সংস্থাকে ৷ কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তথ্যফাঁসের খবর বেরিয়ে আসতেই ব্যবসা লাটে ওঠে অ্যানালিটিকার ৷ কেমব্রিজ অ্যানালিটিকা জানিয়েছে, বিশ্ববাজারে তাদের শেয়ার দর পড়ে গিয়েছে ৷ পাশাপাশি আইনি কাজকর্মের আকাশছোঁয়া খরচও আর সামাল দিতে পারছে না তারা। ফলে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2018 12:06 PM IST