Burj Khalifa: স্বাধীনতা দিবসে বুর্জ খলিফায় ঝলমল করল না দেশের জাতীয় পতাকা; ক্ষোভে গর্জে উঠলেন পাক-নাগরিকরা!

Last Updated:

Burj Khalifa-Independence Day: বুর্জ খলিফায় জ্বলল না আলো! শোভিত হল না পাকিস্তানের জাতীয় পতাকা! ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন পাকিস্তানিরা।

স্বাধীনতা দিবসে বুর্জ খলিফায় ঝলমল করল না দেশের জাতীয় পতাকা; ক্ষোভে গর্জে উঠলেন পাক-নাগরিকরা! (Photo: Twitter)
স্বাধীনতা দিবসে বুর্জ খলিফায় ঝলমল করল না দেশের জাতীয় পতাকা; ক্ষোভে গর্জে উঠলেন পাক-নাগরিকরা! (Photo: Twitter)
দুবাই: গত ১৫ অগাস্ট উদযাপিত হয়েছে ভারতের ৭৭-তম স্বাধীনতা দিবস। আর এই উপলক্ষে ভারতের তেরঙ্গায় শোভিত হয়েছিল দুবাইয়ের বুর্জ খলিফা। এর ঠিক আগের দিন অর্থাৎ ১৪ অগাস্টই ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। অথচ দুবাইনিবাসী পাকিস্তানিদের জন্য এই স্বাধীনতা দিবস উদযাপন যেন আরও তিক্ত হয়ে উঠল। কারণ ওই দিনে বুর্জ খলিফায় জ্বলল না আলো! শোভিত হল না পাকিস্তানের জাতীয় পতাকা! ফলে ক্ষুব্ধ হয়ে উঠেছেন পাকিস্তানিরা।
সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, দেশের জাতীয় পতাকার শোভার আলোকসজ্জা দেখার জন্য বুর্জ খলিফার সামনে জমা হয়েছিলেন পাকিস্তানের প্রচুর মানুষ। কিন্তু পতাকার দেখা না মেলায় যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ পাকিস্তানিরা।
advertisement
এক পাক নাগরিক এক মহিলা এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছিলেন। তাঁকে বলতে শোনা যায়, “এখন সময় ১২টা ০১ মিনিট। আর দুবাইয়ের আধিকারিকরা আমাদের জানান যে, বুর্জ খলিফায় পাক জাতীয় পতাকা প্রদর্শন করা হবে না। পাকিস্তানিরা স্লোগান দিয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও বুর্জ খলিফায় পাক জাতীয় পতাকা দেখা যায়নি। দুঃখের বিষয় হল, পাকিস্তানিদের সঙ্গে কোনও প্র্যাঙ্ক করা হয়েছে!”
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই দুবাই প্রশাসন যেন জেগে ওঠে। পাক নাগরিকরা এই ঘটনার কঠোর নিন্দা করতে শুরু করেন। আসলে বুর্জ খলিফায় দুর্দান্ত বিষয়ের প্রদর্শন করা হয়। এমনকী বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস উদযাপনও করে থাকে বুর্জ খলিফা।
advertisement
advertisement
পরে বুর্জ খলিফার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে বুর্জ খলিফায় পাকিস্তানের জাতীয় পতাকা দেখা গিয়েছে। ওই ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে যে, “দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য আলো জ্বালিয়েছিল #BurjKhalifa। গর্ব, ঐক্য এবং সমৃদ্ধিতে ভরা এই দিনটির জন্য পাকিস্তানের মানুষদের অনেক অনেক অভিনন্দন। এই দিনে মহান দেশের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপন করবেন তাঁরা। সমস্ত পাকিস্তানিদের আগামী জীবন দুর্দান্ত সাফল্য এবং আনন্দে ভরে উঠুক। শুভ স্বাধীনতা দিবস!”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Burj Khalifa: স্বাধীনতা দিবসে বুর্জ খলিফায় ঝলমল করল না দেশের জাতীয় পতাকা; ক্ষোভে গর্জে উঠলেন পাক-নাগরিকরা!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement