Rishi Sunak fined: সিট বেল্ট না পরেই সফর! ছাড় পেলেন না প্রধানমন্ত্রীও, ঋষি সুনককে মোটা জরিমানা করল পুলিশ

Last Updated:

ইংল্য়ান্ডে সিট বেল্ট না পরলে ১০০ পাউন্ড জরিমানা করতে পারে পুলিশ। ২৮ দিনের মধ্য়ে এই জরিমানা মিটিয়ে দিতে হয়।

সিট বেল্ট না পরেই গাড়িতে বসে ভিডিও করেছিলেন ঋষি সুনক।
সিট বেল্ট না পরেই গাড়িতে বসে ভিডিও করেছিলেন ঋষি সুনক।
লন্ডন: চলন্ত গাড়িতে সিট বেল্ট না পরার অভিযোগে একশো পাউন্ড জরিমানা করা হল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে। সম্প্রতি গাড়িতে ল্য়াঙ্কেশায়ার যাওয়ার পথে একটি ভিডিও করে ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টে পোস্ট করেছিলেন সুনক।
সেই ছবিতেই ধরা পড়ে, গাড়ির পিছনের আসনে বসে থাকার সময় সিট বেল্ট পরেননি তিনি। যে ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশের নজরে আসে। তার পরেই দেশের প্রধানমন্ত্রী মোটা জরিমানা করে নোটিস ধরায় ল্য়াঙ্কেশায়ার পুলিশ।
advertisement
advertisement
সুনক অবশ্য় তাঁর বিরুদ্ধে ওঠা নিয়মভঙ্গের অভিযোগ মেনে নিয়েছেন। ভুলের জন্য় ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।
ইংল্য়ান্ডে সিট বেল্ট না পরলে ১০০ পাউন্ড জরিমানা করতে পারে পুলিশ। ২৮ দিনের মধ্য়ে এই জরিমানা মিটিয়ে দিতে হয়। বিষয়টি আদালতে গড়ালে জরিমানার অঙ্ক বেড়ে ৫০০ পাউন্ড হতে পারে।
advertisement
ঋষি সুনককে জরিমানা করার বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে ল্য়াঙ্কেশায়ার পুলিশ। পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে লেখা হয়, 'সমাজ মাধ্য়মে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, ল্য়াঙ্কেশায়ারে একটি চলন্ত গাড়িতে লন্ডনের বাসিন্দা ৪২ বছর বয়সি এক ব্য়ক্তি সিট বেল্ট না পরেই বসে রয়েছেন। এরই ভিত্তিতে সংশ্লিষ্ট ব্য়ক্তিকে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে।'
advertisement
তবে এই প্রথম নয়। এর আগেও একবার গত এপ্রিল মাসে কোভিড বিধি ভঙ্গের অভিযোগে ঋষি সুনক, প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তাঁর স্ত্রীকে জরিমানা করেছিল পুলিশ। ২০২০ল সালের জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্মদিনের পার্টিতে এই বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Rishi Sunak fined: সিট বেল্ট না পরেই সফর! ছাড় পেলেন না প্রধানমন্ত্রীও, ঋষি সুনককে মোটা জরিমানা করল পুলিশ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement