ব্রেক্সিটের পক্ষেই রায় ! পদত্যাগ ক্যামেরনের

Last Updated:

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আবেদনেও কাজ হল না। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষেই মত দিল ব্রিটেনের অধিকাংশ মানুষ।

#লন্ডন :  প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আবেদনেও কাজ হল না। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষেই মত দিল ব্রিটেনের অধিকাংশ মানুষ। এই রায় শোনার পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ৷ তবে এখনই সরে যাচ্ছেন না তিনি ৷ আগামী অক্টোবর পর্যন্ত কাজ চালাবেন তিনি বলে জানিয়েছেন ৷
নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করার সময় ক্যামেরন জানান, ‘‘ দেশের নতুন নেতার প্রয়োজন ৷ অক্টোবরের মধ্যে নতুন প্রধানমন্ত্রী পাবে এই দেশ ৷ সোমবারের সংসদের বিশেষ অধিবেশন ৷ সেখানেই রেক্সিট-এর প্রস্তাব পাশ করা হবে ৷’’ পাশাপাশি ক্যামেরন আরও জানান, ‘‘আমি যা বিশ্বাস করি, প্রচারে তাই বলেছি ৷ EU-র বাইরে গিয়েও ব্রিটেন বাঁচবে ৷ EU-র সঙ্গে কথা চালাবেন নতুন প্রধানমন্ত্রী ৷’’
advertisement
ব্রিটিশ সরকার আগেই জানিয়েছিল, গণভোটের রায় যা-ই হোক না কেন তা মেনে নেবে সরকার। শুক্রবার সন্ধ্যার মধ্যে পুরো ফল জানা যাবে। কিন্তু তার আগেই প্রাথমিক যা আভাস, তাতে ২৩ দেশের ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এখন নিশ্চিত। এখনও পর্যন্ত ব্রেক্সিট-এর পক্ষে ভোট পড়েছে ৫২ শতাংশ। প্রায় সাত লক্ষ ভোটে এগিয়ে রয়েছে তারা।
advertisement
advertisement
david cameron
বৃহস্পতিবারে ৪০ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলসে একই সঙ্গে ভোট নেওয়া শুরু হয়। শুক্রবার ৩৮২টি আসনের মধ্যে ৩০২টি ফলাফল ঘোষিত হওয়ার পর দেখা গিয়েছে ৫২ শতাংশ লোক ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে মত দিয়েছেন।
advertisement
এদিকে এই ঐতিহাসিক জনমতের ফলে এক ধাক্কায় অনেকটাই পড়েছে পাউন্ডের দাম। ১৯৮৫ সালের পাউন্ডের দাম যা ছিল, ব্রেক্সিট-এর ফলে সেই জায়গাতেই এখন পৌঁছেছে পাউন্ডের দাম।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ব্রেক্সিটের পক্ষেই রায় ! পদত্যাগ ক্যামেরনের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement