#Breaking: করোনা যুদ্ধে বড় সাফল্য, হাসপাতাল থেকে ছুটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
এই মুহূর্তের সব থেকে বড় খবর ব্রিটেনবাসীর কাছে
#লন্ডন: কয়েকদিন আগেই আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ৷ এবার তাঁকে হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে ৷ এ এক বড় খবর সমগ্র ব্রিটেনবাসীর কাছে ৷ করোনা চিকিৎসার নিয়মানুযায়ী ১৪ দিন তাঁকে কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷
#BREAKING Boris Johnson 'discharged from hospital': Downing Street pic.twitter.com/mhWKdUDjj8
— AFP news agency (@AFP) April 12, 2020
advertisement
শুধুই ব্রিটেনই নয় সারা পৃথিবী কাঁপাচ্ছে এই মারণ ভাইরাস আমেরিকা থেকে ইতালি, স্পেন থেকে আয়ারল্যান্ড প্রতিদিনই আতঙ্কে থাকতে হচ্ছে কখন খারাপ খবরটি আসবে এই মুহূর্তেই আমেরিকায় মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে ৷ করোনায় আক্রান্তের সংখ্যাও ২ লক্ষেরও বেশি ৷ এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সবাইকে একযোগে লড়তে হচ্ছে ৷
advertisement
প্রাণঘাতি ভাইরাসের কবলে পড়েছে গোটা বিশ্ব এই মুহূর্তে বিশ্বের বেশ কিছুটা জায়গা জুড়েই করোনা ভাইরাসের দাপট দেখতে পাওয়া যাচ্ছে ৷ প্রতিটি ক্ষেত্রেই যেন এক নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সবাইকে ৷ করোনার ছোবলে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় মানুষ ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের স্বাস্থ্য সচিব থেকে শুরু করে একাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তবে সব থেকে খুশির খবর ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যা নিঃসন্দেহেই একটি বড় খবর ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2020 6:34 PM IST