Brazil Fire: ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাসপাতালে ২১! আগুন লাগল 'সামান্য' এক ঘরোয়া জিনিস থেকে

Last Updated:

Brazil Fire: এক বিবৃতিতে কপ৩০ সম্মেলনের আয়োজক কমিটি বলেছে, “বৃহস্পতিবার দুপুরের দিকে বেলেমে কপ৩০ সম্মেলন কেন্দ্রের ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।''

ভয়াবহ আগুন
ভয়াবহ আগুন
রিও ডি জেনিরো: ব্রাজিলের বেলেম শহরে চলমান জাতিসংঘের ৩০ তম বৈশ্বিক পরিবেশ সম্মেলনের (কপ৩০ সম্মেলন) ভেন্যুতে বিরাট অগ্নিকাণ্ড হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ২১ জন। বৃহস্পতিবার বেলেমে সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়ন এলাকার ব্লু জোন থেকে ঘটে আগুনের সূত্রপাত। জানা গিয়েছে, মাইক্রোওয়েভ থেকে আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। যখন আগুন লেগেছিল, সে সময় সম্মেলনে বিভিন্ন দেশের এবং সংস্থার প্রতিনিধিরা জলবায়ু সংকট মোকাবিলা করার জন্য একটি চুক্তি তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১৭ নভেম্বর সোমবার থেকে শুরু হয়েছে কপ৩০ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে বেলেমে এসেছেন ২০০টি দেশের কয়েক হাজার মানুষ।
advertisement
advertisement
এক বিবৃতিতে কপ৩০ সম্মেলনের আয়োজক কমিটি বলেছে, “বৃহস্পতিবার দুপুরের দিকে বেলেমে কপ৩০ সম্মেলন কেন্দ্রের ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রাজিলে দমকল বাহিনী এবং জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা ত্বরিৎগতিতে ব্যবস্থা নিয়েছেন। ঘটনাস্থল থেকে নিরাপদে লোকজনকে সরানো হয়েছে এবং ৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “আগুনের ধোঁয়ায় নিশ্বাস নিতে গিয়ে ২১ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।” প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে। বেলেমের পুলিশ এবং ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কী কারণে আগুন লেগেছেতা এখনও অজানা। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন তারা। যখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, সে সময় বেলেমের সম্মেলন কেন্দ্রে ‘মুতিরাও’ নামের একটি চুক্তির খসড়া তৈরির কাজ হচ্ছিল। এই চুক্তির মূল বিষয়বস্তু হলো জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরতা কমানো সংক্রান্ত একটি রোডম্যাপ তৈরি করা। কিন্তু অগ্নিকাণ্ডের কারণে চুক্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পণ্ড হয়ে গেছে বলে জানা গেছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Brazil Fire: ব্রাজিলে জাতিসংঘের পরিবেশ সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাসপাতালে ২১! আগুন লাগল 'সামান্য' এক ঘরোয়া জিনিস থেকে
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement