কয়লা পাচার তদন্তে রাজ্য জুড়ে ৪০ জায়গায় ED হানা...! সল্টলেকের AK ব্লকে পৌঁছল টিম, আসানসোল-দুর্গাপুরেও তল্লাশি গোয়েন্দাদের!

Last Updated:
West Bengal ED Raid: কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে রাজ্য জুড়ে মোট চল্লিশটি জায়গায় ইডির হানা। কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে তল্লাশি অভিযান চলছে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর।
1/8
কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে রাজ্য জুড়ে মোট চল্লিশটি জায়গায় ইডির হানা। কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে তল্লাশি অভিযান চলছে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর।
কয়লা কেলেঙ্কারি মামলার তদন্তে রাজ্য জুড়ে মোট চল্লিশটি জায়গায় ইডির হানা। কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে তল্লাশি অভিযান চলছে বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর।
advertisement
2/8
সল্টলেকের একে ব্লকে ২২৫ নম্বর বাড়িতে সকাল সকাল পৌঁছে যান ইডির আধিকারিরকরা, সিজে ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতে চলে তল্লাশি। বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা।
সল্টলেকের একে ব্লকে ২২৫ নম্বর বাড়িতে সকাল সকাল পৌঁছে যান ইডির আধিকারিরকরা, সিজে ব্লকের এক ব্যবসায়ীর বাড়িতে চলে তল্লাশি। বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা।
advertisement
3/8
শুধু কলকাতাতেই নয়, আসানসোল দুর্গাপুর-সহ একাধিক জায়গায় ইডির অভিযান চলে শুক্রবার। কলকাতা-হাওড়ায় আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
শুধু কলকাতাতেই নয়, আসানসোল দুর্গাপুর-সহ একাধিক জায়গায় ইডির অভিযান চলে শুক্রবার। কলকাতা-হাওড়ায় আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।
advertisement
4/8
সল্টলেক-ইএম বাইপাসে একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। সূত্রের খবর, সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসন ও হাওড়ায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সল্টলেক-ইএম বাইপাসে একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। সূত্রের খবর, সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসন ও হাওড়ায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
advertisement
5/8
তল্লাশি চলেছে রানিগঞ্জের বাসিন্দা নরেন্দ্র খারকার বাড়ি ও অফিসে। কয়লা মাফিয়া হিসাবে খ্যাত দুর্গাপুরের অফিস রয়েছে এই নরেন্দ্র খারকার। বেআইনিভাবে খনি অঞ্চলে র‍্যাট হোল তৈরি করা, পরিত্যক্ত খনি থেকে কয়লা তুলে পাচার করার অভিযোগ রয়েছে খারকার বিরুদ্ধে।
তল্লাশি চলেছে রানিগঞ্জের বাসিন্দা নরেন্দ্র খারকার বাড়ি ও অফিসে। কয়লা মাফিয়া হিসাবে খ্যাত দুর্গাপুরের অফিস রয়েছে এই নরেন্দ্র খারকার। বেআইনিভাবে খনি অঞ্চলে র‍্যাট হোল তৈরি করা, পরিত্যক্ত খনি থেকে কয়লা তুলে পাচার করার অভিযোগ রয়েছে খারকার বিরুদ্ধে।
advertisement
6/8
হাওড়া ডোমজুড় এলাকার এক অভিজাত আবাসনেও চলে ED হানা। পরভেজ আলম নামে কয়লা ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ED আধিকারিকরা। CJ তিন নম্বর গোপাল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ী বাড়ি ঢুকেছেন ইডির আধিকারিকরা।চলছে তল্লাশি।
হাওড়া ডোমজুড় এলাকার এক অভিজাত আবাসনেও চলে ED হানা। পরভেজ আলম নামে কয়লা ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান ED আধিকারিকরা। CJ তিন নম্বর গোপাল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ী বাড়ি ঢুকেছেন ইডির আধিকারিকরা।চলছে তল্লাশি।
advertisement
7/8
প্রসঙ্গত, এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে, বালিপাচার মামলার তদন্তে শহর কলকাতার একাধিক ঠিকানায় হানা দেন ইডির গোয়েন্দারা৷ শুধু কলকাতাতেই নয়, ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন জায়গায়। ঝাড়গ্রামের চার জায়গাতেও।
প্রসঙ্গত, এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে, বালিপাচার মামলার তদন্তে শহর কলকাতার একাধিক ঠিকানায় হানা দেন ইডির গোয়েন্দারা৷ শুধু কলকাতাতেই নয়, ইডি-র টিম পৌঁছয় আসানসোলের তিন জায়গায়। ঝাড়গ্রামের চার জায়গাতেও।
advertisement
8/8
কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও পৌঁছে যান ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, মূলত বালি খাদানের ব্যবসায়ীদের বাড়ি ও অফিসেই চলে সেই তল্লাশি৷
কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট চত্বরেও পৌঁছে যান ইডির তদন্তকারীরা। সূত্রের খবর, মূলত বালি খাদানের ব্যবসায়ীদের বাড়ি ও অফিসেই চলে সেই তল্লাশি৷
advertisement
advertisement
advertisement