ভয়ঙ্কর কাণ্ড! এক লিটার রাম আধ ঘণ্টায়! কিশোরকে নিয়ে যমে-মানুষে টানাটানি

Last Updated:

Rum: মাত্র আধ ঘণ্টায় এক লিটার রাম পান। অতিরিক্ত মদ্যপানের পর কিশোরের ভয়ঙ্কর পরিণতি।

অনেকেই মদ্যপানের সময় চকোলেট বা আইসক্রিম খান। সেগুলিও খাওয়া উচিৎ নয়।
অনেকেই মদ্যপানের সময় চকোলেট বা আইসক্রিম খান। সেগুলিও খাওয়া উচিৎ নয়।
ক্যালিফোর্নিয়া: মদ্যপানের পর শরীর অসুস্থ হয় অনেকের। অত্যধিক মদ্যপানের ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েও মৃত্যুর ঘটনার কথা শোনা যায়। তবে এবার যা হল তা শুনে আপনি অবাক হয়ে যাবেন।
কম সময়ের মদ্যে অতিরিক্ত মদ্যপানের ফলে এক কিশোর কোমায় চলে গিয়েছে। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। রাম বা বিয়ার পানের পানের পর শরীর খারাপ, এমনকী মৃত্যুর অনেক খবর পাওয়া যায়। কিন্তু এই ছেলেটি এখন জীবন-মৃত্যুর মাঝে ঝুলে রয়েছে।
আরও পড়ুন- ১২ বছর বয়সে বিয়ে, ৪০ বছর বয়সে ৪৪ জন সন্তানের মা হন এই নারী
আধ ঘণ্টায় এক লিটার রাম পান করানো হয়েছিল এক কিশোরকে। ১৯ বছরের সেই ছেলে আপাতত কোমায়। চিকিৎসকরা জানিয়েছে, ওই কিশোর শারীরিক অবস্থা এখন এতটাই খারাপ যে তাঁর বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
advertisement
advertisement
জানা গিয়েছে, কেউ বা কারা জোর করে তাঁকে মদ্যপান করায়। এর পর ওই কিশোরের শরীরে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তিনি বেহুঁশ হয়ে যান। শুধু তাই নয়, ছেলেটি অজ্ঞান হয়ে গেলেও তাঁকে সময়মতো হাসপাতালে ভর্তি করা হয়নি।
আরও পড়়ুন- ১২ বছর বয়সে বিয়ে, ৪০ বছর বয়সে ৪৪ জন সন্তানের মা হন এই নারী
শেষমেশ কিছু মানুষ ওই কিশোরকে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। বিভিন্ন রিপোর্ট হাতে পেয়ে কিশোরের পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান। রিপোর্ট বলছে, আধ ঘণ্টায় ওই কিশোর ১ লিটার রাম পান করেছিলেন। এদিকে, পরিবারের লোকজনের দাবি, তাঁদের বাড়ির ছেলে মদ্যপান করতেন না। তাঁরা দাবি করেছেন, কেউ বা কারা তাঁকে জোর করে মদ্যপান করিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভয়ঙ্কর কাণ্ড! এক লিটার রাম আধ ঘণ্টায়! কিশোরকে নিয়ে যমে-মানুষে টানাটানি
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement