#BangladeshFire: ‘এনামুল আগুনে ঝলসে গিয়েছে’, বাবাকে ফোন করে কান্নায় ভেঙে পড়লেন যুবক
Last Updated:
#ঢাকা: বাংলাদেশে বিধ্বংসী আগুন। ঢাকার চকবাজারে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড।মৃত কমপক্ষে ৬৯। আহত ৫০। বহুতলে প্রচুর প্লাস্টিক ও রাসায়নিক মজুত ছিল। যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। লেলিহান শিখার গ্রাসে চলে যায় বহুতল লাগোয়া চারটি বাড়িও। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
বাংলাদেশে মৃত্যু মিছিল ৷ ঢাকার হাসপাতালে শোকের ছায়া ৷ বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ গতরাতে আগুন নিভলেও, মৃত্যু কমেনি ৷ আগুনে পুড়ে মৃতদের সংখ্যা বেড়েই চলছে অনবরত ৷ স্বজ্জন হারানো মানুষের কান্নার আওয়াজে গোটা ঢাকা শোকস্তব্ধ ৷ ঢাকা মেডিক্যাল কলেজের সামনে স্বজ্জন হারানো মানুষদের ফোন৷ পরিবারের কাছে ফোন করে দুঃখের সংবাদ পৌঁছে দেওয়া ৷
advertisement
আগুনে পোড়া রাজ্জাক ভবনে ভাইপো এনামুলকে হন্যে হয়ে খুঁজেছেন কাকা তুহিন ৷ তারপর সেখান থেকে সোজা ঢাকা মেডিক্যাল কলেজে ৷ হাসপাতালে এসেই ভাইপো এনামুলকে খুঁজে পেলেন তুহিন ৷ মৃতদেহ দেখে কেঁপে উঠলেন কাকা তুহিন৷ সমানে শুয়ে রয়েছে অগ্নিদগ্ধ এনামুনের দেহ ৷ নিজেকে ধরে রাখতে পারেননি ৷ প্রায় অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ জ্ঞান ফিরতেই বাড়িতে ফোন ৷ কান্না জড়ানো গলায়, ‘বাবা এনামুল আর নেই ৷ এনামুলের শরীর আগুনে একেবারে পুড়ে গিয়েছে !’
advertisement
advertisement
Input from Prothom Alo
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2019 10:16 AM IST