#ঢাকা: বাংলাদেশে বিধ্বংসী আগুন। ঢাকার চকবাজারে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড।মৃত কমপক্ষে ৬৯। আহত ৫০। বহুতলে প্রচুর প্লাস্টিক ও রাসায়নিক মজুত ছিল। যার জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। লেলিহান শিখার গ্রাসে চলে যায় বহুতল লাগোয়া চারটি বাড়িও। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।
বাংলাদেশে মৃত্যু মিছিল ৷ ঢাকার হাসপাতালে শোকের ছায়া ৷ বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ গতরাতে আগুন নিভলেও, মৃত্যু কমেনি ৷ আগুনে পুড়ে মৃতদের সংখ্যা বেড়েই চলছে অনবরত ৷ স্বজ্জন হারানো মানুষের কান্নার আওয়াজে গোটা ঢাকা শোকস্তব্ধ ৷ ঢাকা মেডিক্যাল কলেজের সামনে স্বজ্জন হারানো মানুষদের ফোন৷ পরিবারের কাছে ফোন করে দুঃখের সংবাদ পৌঁছে দেওয়া ৷
আগুনে পোড়া রাজ্জাক ভবনে ভাইপো এনামুলকে হন্যে হয়ে খুঁজেছেন কাকা তুহিন ৷ তারপর সেখান থেকে সোজা ঢাকা মেডিক্যাল কলেজে ৷ হাসপাতালে এসেই ভাইপো এনামুলকে খুঁজে পেলেন তুহিন ৷ মৃতদেহ দেখে কেঁপে উঠলেন কাকা তুহিন৷ সমানে শুয়ে রয়েছে অগ্নিদগ্ধ এনামুনের দেহ ৷ নিজেকে ধরে রাখতে পারেননি ৷ প্রায় অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ জ্ঞান ফিরতেই বাড়িতে ফোন ৷ কান্না জড়ানো গলায়, ‘বাবা এনামুল আর নেই ৷ এনামুলের শরীর আগুনে একেবারে পুড়ে গিয়েছে !’
Input from Prothom Alo
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Bangladesh Fire, Dead Bodies, Dhaka, News