Big Fish: এত বড়! সত্যি! এতদিন তো শুনেছেন পদ্মার ইলিশের কথা, এবার যা মিলল, শুনলে মাথায় হাত দেবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Big Fish: জানা গিয়েছে, পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর থেকে শুক্রবার রাতে জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।
ঢাকা: এত বড়! সত্যি! হ্যাঁ, বাস্তবে এত বড়ই মাছের দেখা মিলল। বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে পদ্মা নদী থেকে ধরা একটি কাতল মাছ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটির ওজন ছিল ২৬ কেজি ৭০০ গ্রাম।
জানা গিয়েছে, গত শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ মাছটি কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করেন।
advertisement
জানা গিয়েছে, পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর থেকে শুক্রবার রাতে জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকা দিয়ে জেলে বলরাম হালদার থেকে কিনে নেয়।
advertisement

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ”সকালে বলরাম হালদার ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের কাতল মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট নিয়ে আসলে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছ কিনেছিলাম। পরে ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৫৬ হাজার টাকায় কুমারখালি হেলথকেয়ার কোম্পানির মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। মাছটি বিক্রি করে আমার ভালই লাভ হয়েছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 7:55 PM IST