AFC Cup 2016: ফাইনালে শেষরক্ষা আর হল না, রানার্স হয়েই ফিরছেন সুনীলরা

Last Updated:

বেঙ্গালুরু এফ সি- ০, এয়ার ফোর্স ক্লাব, আল-কুয়া আল জাইয়া- ১ ( হামাদি)

বেঙ্গালুরু এফ সি- ০
এয়ার ফোর্স ক্লাব, আল-কুয়া আল জাইয়া- ১ ( হামাদি আহমেদ )
#দোহা: ম্যাচ শেষে দেখা গেল মাথায় হাত দিয়ে মাঠের মধ্যেই বসে পড়েছেন সুনীলরা ৷ খুব স্বাভাবিক সেটা ৷ এএফসি কাপের ফাইনালে উঠে আগেই ইতিহাস সৃষ্টি করেছিলেন তাঁরা ৷ কিন্তু ফাইনালে উঠে কেই বা ‘সেকেন্ড’ হতে চায় ৷ ভারতীয় ফুটবলে সর্বকালের অন্যতম সেরা ইতিহাসটা তৈরির এত কাছাকাছি পৌঁছেও শেষপর্যন্ত রানার্স হয়েই ফিরতে হচ্ছে সুনীলের বেঙ্গালুরুকে ৷ ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর হামাদি আহমেদের গোলে এশিয়া চ্যাম্পিয়ন হল ইরাকের এয়ার ফোর্স ক্লাব ৷
advertisement
advertisement
প্রথম কোনও ভারতীয় ক্লাব হিসেবে এএফসি’র ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছিল বেঙ্গালুরু এফসি ৷ এবার দেখার ছিল ফাইনালে জিতে নয়া নজির তারা গড়তে পারে কি না ৷ কিন্তু সেই ইতিহাস তৈরি আর হল না৷ ফাইনালে প্রতিপক্ষ এয়ার ফোর্স-আল জাইয়ার কাছে এক গোলে হেরে গেল ভারতীয় ক্লাবটি ৷ ম্যাচের একমাত্র গোলটি করেন হামাদি আহমেদ ৷ তবে ফাইনাল না জিততে না পারলেও বেঙ্গালুরু যেভাবে লড়াকু ফুটবল উপহার দিয়েছে তা অনেকদিন মনে রাখবে ভারতীয় সমর্থকরা ৷
advertisement
বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল ৷ ম্যাচ হারলেও এদিন নিজেদের খেলায় নজর কাড়েন সুনীল-রিনোরা ৷ ইরাকের এয়ার ফোর্স ক্লাবটির সঙ্গে গোটা ম্যাচেই সমান তালে লড়াই চালিয়ে গিয়েছেন বেঙ্গালুরুর ফুটবলাররা ৷ গোল না পাওয়ায়, এক এক সময় বেশ হতাশও লাগছিল ইরাকি ফুটবলারদের ৷  কিন্তু ম্যাচ শেষপর্যন্ত অতিরিক্ত সময় পর্যন্ত আর গড়ায় নি ৷  শুধুমাত্র রক্ষণ সংগঠনের দোষেই ম্যাচ হারল অ্যালবার্ট রোকার দল ৷
advertisement
ম্যাচের প্রথমার্ধে বেঙ্গালুরু ফুটবলারদের লড়াই কিন্তু ছিল বেশ চোখে পড়ার মতোই ৷ শুরুতেই বিপক্ষ শিবিরে হামলে পড়েন বিনীত। কিন্তু, এয়ার ফোর্স ডিফেন্সের কাছে সেই অ্যাটাক প্রতিহত হয়। ১৯ মিনিটের মাথায় সুনীল ছেত্রীর ফ্লিকে বিনীতের সামনে ফের সুযোগ এলেও বিপক্ষ গোলরক্ষক ফাহাদের হাতে তা তালুবন্দি হয়ে যায়। বিরতির আগে ও পরে সুনীল গোলের সুযোগ নষ্ট করেন৷ এরপর কিছুটা আলগা মনোভাবের জন্যই গোল খায় বেঙ্গালুরু ৷ গোল খাওয়ার পরেও অবশ্য ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে গোল প্রায় করেই ফেলেছিলেন সুনীলরা ৷ কিন্তু ভাগ্য এদিন সহায় ছিল না ভারতীয় ক্লাবটির ৷ ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে ব্যর্থ বেঙ্গালুরু ৷ তাই রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের ৷
advertisement
হারের পর হতাশ বেঙ্গালুরু এফ সি ফুটবলাররা ৷  ছবি- ট্যুইটার হারের পর হতাশ বেঙ্গালুরু এফ সি ফুটবলাররা ৷ ছবি- ট্যুইটার
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
AFC Cup 2016: ফাইনালে শেষরক্ষা আর হল না, রানার্স হয়েই ফিরছেন সুনীলরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement