বেইরুট বিস্ফোরণের জেরে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ! ইস্তফা লেবানন সরকারের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সোমবার লেবাননের জাতীয় টেলিভিশনে নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন হাসান দিয়াব ৷
#বেইরুট: লেবাননের রাজধানী বেইরুটে দিন কয়েক আগের ভয়াবহ বিস্ফোরণের রেশ এখনও কাটেনি সেদেশের সাধারণ মানুষের মধ্যে ৷ সরকারের গাফিলতির জন্যই এত বড় কাণ্ড ঘটেছে ৷ এমনটাই দাবি দেশবাসীর একাংশের ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই তীব্র জনরোষ চলছিল ৷ শেষপর্যন্ত জনতার চাপে নতি স্বীকার লেবাননের সরকারের ৷ পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব ৷ সোমবার লেবাননের জাতীয় টেলিভিশনে নিজের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি ৷
সরকার দুর্নীতিগ্রস্ত এবং বেইরুট বিস্ফোরণের পিছনে যথেষ্ট গাফিলতি রয়েছে ৷ নাহলে এমন ভয়াবহ কাণ্ড ঘটত না ৷ এই দাবিতেই রাস্তায় নামেন হাজার হাজার জনতা ৷ পুলিশের সঙ্গে বারবারই বেধে যাচ্ছিল খণ্ডযুদ্ধ। কখনও পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়েছে জনতা, কখনও জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। অনেক বিক্ষোভকারীরাই সব নিরাপত্তা ভেদ করেই পার্লামেন্টে ঢোকার চেষ্টা করছিল ৷ বিক্ষোভকারীরা আবাসন এবং পর্যটন মন্ত্রকের ভিতরেও ঢুকে পড়েন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এ দিন ইস্তফা দেন লেবাননের দু’জন মন্ত্রী। এরপর স্বয়ং প্রধানমন্ত্রীও ইস্তফা দিতে বাধ্য হলেন ৷ এক বছরও স্থায়ী হল না হাসান দিয়াবের সরকারের ৷ চলতি বছরের শুরুতেই ক্ষমতায় এসেছিলেন দিয়াব ৷ কয়েক মাসের মধ্যেই তাঁর পতন হল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2020 9:05 AM IST