'সব শেষ'! বেইরুট বিস্ফোরণে চারিদিকে উঠছে কান্নার রোল, মৃত ৭৮, বীভৎস ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
অন্তত পক্ষে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪হাজার জন জখম৷ চিকিৎসার জন্য প্রয়োজন রক্তের৷ স্থানীরা ছুটছেন হাসপাতালে রক্ত দিতে৷
#বেইরুট: ভয়ঙ্কর! এমন বিস্ফোরণ সাম্প্রতিক সব বীভৎসতাকে ছাড়িয়ে গিয়েছে৷ লেবাননের রাজধানী বেইরুট জুড়ে এখন শুধুই ধ্বংসের ছবি৷ যেখানে এই বিস্ফোরণ হয়েছে তার ১০ কিলোমিটার জুড়ে তছনছ হয়েছে সব৷ ভেঙে গিয়েছে বড় বড় বিল্ডিং৷ ভেঙেছে বাড়ির কাঁচ৷ ক্ষতি হয়েছে রাস্তার আলোর৷ চারিদিক অন্ধকারে ঢেকে গিয়েছে৷ এই বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা এবং যা ভূমিকম্পরে মত অনুভূত হয়েছে৷ প্রায় ৩.৩ মাত্রায় কম্পন অনুভূত হয়েছে৷ জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে৷
'আমি বারান্দায় ছিলাম৷ গোটা অঞ্চল কেঁপে ওঠে৷ যা আমাদের পুরো এদিক ওদিক করে দেয়৷ এমন ভয় এর আগে কোনও দিনও পাইনি'৷ বেইরুটর পশ্চিমে থাকা এক ফিল্মমেকার বানে ফাকিহ এই অভিজ্ঞাতার কথা জানিয়েছেন৷ এখন বেইরুটের চারিদিকে শুধু এখন অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে৷ অধিকের বেশি মানুষ যাচ্ছেন হাসপাতালে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে শুধু সংলগ্ন এলাকাই নয়৷ তার চেয়েও বেশিদূর অবধি ছড়িয়েছিল তীব্রতা৷ ভয়ঙ্কর বিস্ফোরণে এক একটি গাড়ি তিন তলা অবধি উড়ে গিয়েছিল৷ দেখুন সেই হাড়হিম করা ভিডিও...
advertisement
advertisement
লেবাননের বেইরুটে পরপর দুটি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার৷ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা একটি জাহাজ হঠাৎই বীভৎস শব্দে ফেটে যায়৷ এর তীব্রতা ১০ কিলোমিটার অবধি ছড়িয়ে যায়৷
এদিকে বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী৷ এখনও অবধি ৭৮ জনের মৃত্যু হয়েছে, ৪০০০ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন৷ রাষ্ট্রপতি মাইকেল ইয়োন ট্যুইট করে জানিয়েছিলেন ২৭৫০ টন বিস্ফোরক নাইট্রেট অসুরক্ষিতভাবে মজুদ করা ছিল৷ বিস্ফোরণের ঘটনার তদন্ত পুরোপুরি জারি রয়েছে৷
advertisement
বন্দর এলাকায় এই বিস্ফোরণের পর উত্তর ও দক্ষিণ লেবানন সব জায়গা থেকেই উদ্ধারকাজের জন্য কর্মীদের পাঠানো হয়েছে ৷ প্রচুর সংখ্যায় অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে ৷ ধ্বংস্তূপের নীচে এখনও অনেক সংখ্যক মৃতদেহ আটকে থাকার আশঙ্কা করছেন সিভিল ডিফেন্সের ওই আধিকারিকরা। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তাও এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল বহুদূরে থাকা দোকানের কাঁচ, বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বেইরুট জুড়ে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2020 2:09 PM IST