#BangladeshHijack: ২০ বছরের বড় নায়িকার সঙ্গে সম্পর্ক ছিল অপহরণকারীর! ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল
Last Updated:
ঢাকা থেকে রওনা হওয়ার পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দু’ঘণ্টা টান টান নাটকের পর অবশেষে অপহরণকারীকে গুলি করে সেনা ৷
#চট্টগ্রাম: বাংলাদেশ বিমানে অপহরণের নাটক শেষ হয়েও যেন শেষ হতে চাইছে না ৷ সেনার গুলিতে প্রাণ গিয়েছে বন্দুকবাজের ৷ তবে তাঁর পরিচয় ঘিরে তৈরি হয়েছে নানারকম ধোঁয়াশা ৷ হুমকি দেওয়ার সময় ওই বন্দুকবাজ নিজেকে মানাফি বলে পরিচয় দিয়েছিল ৷ তবে পড়ে জানা যায়, ওই ব্যক্তির নাম মাহিবী জাহান ওরফে পলাশ আহমেদ ৷
রবিবার বাংলাদেশের ময়ূরপঙ্খী বিমানের (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে রওনা হওয়ার পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দু’ঘণ্টা টান টান নাটকের পর অবশেষে অপহরণকারীকে গুলি করে সেনা ৷ ২৫ বছর বয়সী ওই তরুণের কাছে ছিল একটি পিস্তল ৷ পড়ে অবশ্য জানা যায়, সেটি একটি খেলনা পিস্তল ছিল ৷
advertisement
সোমবার র্যাবের পাঠানো একটি ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, নিহত ব্যক্তির নাম মোঃ পলাশ আহমেদ। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও এর পিরিজপুরের দুধঘাটায়। নারী অপহরণ ও মুক্তিপণ দাবির একটি মামলায় এর আগেও সে র্যাবের কাছে গ্রেপ্তার হয়েছিল। রবিবার পলাশের বাড়ি যায় পুলিশ ৷ পরিবারের লোকজনরা পলাশকে শনাক্ত করেছেন ৷
advertisement
Bangladesh attemped hijack update : Flight BG-147 Boeing 737-800 sits on the tarmac at Chittagong's Shah Amanat International Airport. At least 2 crew members still behing held hostage at this time. #Chittagong
Video By : pic.twitter.com/1yPrycIrMN — Shark NewsWires (@SharkNewsWires) February 24, 2019
advertisement
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, পলাশ আহমেদ ২০১১-১২ সালে স্থানীয় তাহিরপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে স্থানীয় মোগড়াপাড়া ডিগ্রি কলেজে ভর্তি হলেও পড়াশুনা শেষ করতে পারেননি। এলাকায় তাঁর বিরুদ্ধে আগেও বেশকিছু অভিযোগ উঠেছিল ৷
মাহিবী ঢাকায় থাকতেন, তবে গ্রামের বাড়িতেও তাঁর যাতায়াত ছিল নিয়মিত ৷ বিমানে ওঠার আগে টানা ১৫দিন গ্রামেই ছিলেন তিনি ৷ সম্ভবত ঢাকায় শোবিজ মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ ‘কবর’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় ও প্রযোজনা করেছেন ৷
advertisement
প্রথমে বগুড়ায় একটি বিয়ে হয়েছিল পলাশের ৷ বিবাহবিচ্ছেদের পর বিয়ে করেছিলেন এক নায়িকাকে ৷ ২০ বছরের বড় সেই নায়িকাকে বছর তিনেক আগে বিয়ে করলেও বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না পলাশের পরিবার ৷ যদিও স্ত্রীকে দু’বার গ্রামের বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি ৷ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই নায়িকার সঙ্গে মাহিবী জাহানের বেশকিছু ঘনিষ্ঠ ছবিও দেখা গিয়েছে ৷ একটি ছবিতে তাঁর হাতে একি পিস্তলও দেখা যায় ৷
advertisement
সম্ভবত এই বিয়েতে সুখী ছিলেন না পলাশ নিজেও ৷ মনে করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ এমনকি পাইলটকে হুমকি দেওয়ার সময় তিনি স্ত্রীর সঙ্গে ঝামেলার কথা বলেছিলেন ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার দাবিও তুলেছিলেন বারবার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2019 9:26 AM IST