#BangladeshHijack: ২০ বছরের বড় নায়িকার সঙ্গে সম্পর্ক ছিল অপহরণকারীর! ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল

Last Updated:

ঢাকা থেকে রওনা হওয়ার পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দু’ঘণ্টা টান টান নাটকের পর অবশেষে অপহরণকারীকে গুলি করে সেনা ৷

#চট্টগ্রাম: বাংলাদেশ বিমানে অপহরণের নাটক শেষ হয়েও যেন শেষ হতে চাইছে না ৷ সেনার গুলিতে প্রাণ গিয়েছে বন্দুকবাজের ৷ তবে তাঁর পরিচয় ঘিরে তৈরি হয়েছে নানারকম ধোঁয়াশা ৷ হুমকি দেওয়ার সময় ওই বন্দুকবাজ নিজেকে মানাফি বলে পরিচয় দিয়েছিল ৷ তবে পড়ে জানা যায়, ওই ব্যক্তির নাম মাহিবী জাহান ওরফে পলাশ আহমেদ ৷
রবিবার বাংলাদেশের ময়ূরপঙ্খী বিমানের (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে রওনা হওয়ার পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দু’ঘণ্টা টান টান নাটকের পর অবশেষে অপহরণকারীকে গুলি করে সেনা ৷ ২৫ বছর বয়সী ওই তরুণের কাছে ছিল একটি পিস্তল ৷ পড়ে অবশ্য জানা যায়, সেটি একটি খেলনা পিস্তল ছিল ৷
advertisement
সোমবার র‍্যাবের পাঠানো একটি ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, নিহত ব্যক্তির নাম মোঃ পলাশ আহমেদ। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও এর পিরিজপুরের দুধঘাটায়। নারী অপহরণ ও মুক্তিপণ দাবির একটি মামলায় এর আগেও সে র‍্যাবের কাছে গ্রেপ্তার হয়েছিল। রবিবার পলাশের বাড়ি যায় পুলিশ ৷ পরিবারের লোকজনরা পলাশকে শনাক্ত করেছেন ৷
advertisement
advertisement
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, পলাশ আহমেদ ২০১১-১২ সালে স্থানীয় তাহিরপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। পরে স্থানীয় মোগড়াপাড়া ডিগ্রি কলেজে ভর্তি হলেও পড়াশুনা শেষ করতে পারেননি। এলাকায় তাঁর বিরুদ্ধে আগেও বেশকিছু অভিযোগ উঠেছিল ৷
মাহিবী ঢাকায় থাকতেন, তবে গ্রামের বাড়িতেও তাঁর যাতায়াত ছিল নিয়মিত ৷ বিমানে ওঠার আগে টানা ১৫দিন গ্রামেই ছিলেন তিনি ৷ সম্ভবত ঢাকায় শোবিজ মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ ‘কবর’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় ও প্রযোজনা করেছেন ৷
advertisement
প্রথমে বগুড়ায় একটি বিয়ে হয়েছিল পলাশের ৷ বিবাহবিচ্ছেদের পর বিয়ে করেছিলেন এক নায়িকাকে ৷ ২০ বছরের বড় সেই নায়িকাকে বছর তিনেক আগে বিয়ে করলেও বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না পলাশের পরিবার ৷ যদিও স্ত্রীকে দু’বার গ্রামের বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি ৷ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই নায়িকার সঙ্গে মাহিবী জাহানের বেশকিছু ঘনিষ্ঠ ছবিও দেখা গিয়েছে ৷ একটি ছবিতে তাঁর হাতে একি পিস্তলও দেখা যায় ৷
advertisement
সম্ভবত এই বিয়েতে সুখী ছিলেন না পলাশ নিজেও ৷ মনে করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ এমনকি পাইলটকে হুমকি দেওয়ার সময় তিনি স্ত্রীর সঙ্গে ঝামেলার কথা বলেছিলেন ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার দাবিও তুলেছিলেন বারবার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
#BangladeshHijack: ২০ বছরের বড় নায়িকার সঙ্গে সম্পর্ক ছিল অপহরণকারীর! ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement