মীরপুরে লড়ে হার আফগানিস্তানের
Last Updated:
বাংলাদেশ: ২৬৫ ( ৫০ ওভার), আফগানিস্তান: ২৫৮ ( ৬০ ওভার) ৭ রানে জয়ী বাংলাদেশে
বাংলাদেশ: ২৬৫ ( ৫০ ওভার)
আফগানিস্তান: ২৫৮ ( ৬০ ওভার)
৭ রানে জয়ী বাংলাদেশে
advertisement
#ঢাকা: আফগানিস্তান যে বিশ্ব ক্রিকেটের ঘুমন্ত দৈত্য সেটা মীরপুরের মাঠে রবিবার আরও একবার প্রমাণ পাওয়া গেল ৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে কোনওমতে জয় পেলেন শাকিবরা ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৫ রান করে বাংলাদেশ ৷ শেষ পর্যন্ত লড়াই চালালেও মাত্র ৭ রানেই হার হজম করে আফগানরা ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা। ওপেনার তামিম ইকবাল (৮০) এবং মাহমুদুল্লাহ ( ৬০) ব্যাটিংয়ের উপর ভর করে আড়াইশোর গণ্ডী টপকালেও এদিন বাকি বাংলাদেশি ব্যাটসম্যানরা হতাশই করেছেন ৷ অলরাউন্ডার শাকিব (৪৮) অল্পের জন্য অর্ধশতরান মিস করেন ৷
২৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বেশ ধরেই খেলছিলেন আফগানদের দুই ওপেনার শাবির নুরি (৯) ও মহম্মদ শাহজাদ (৩১)। ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিকে ভেঙে দেন মাশরাফির বল। ৩১ রানে আউট করেন শাহজাদকে। তবে এদিন ব্যাট হাতে নজর কাড়লেন রহমত শাহ (৭১) এবং হশমাতুল্লাহ শাহিদি (৭২) ৷ এরা আউট হওয়ার পর লোয়ার অর্ডারের ব্যর্থতাতেই অল্পের জন্য ম্যাচ হারতে হয় আফগানিস্তানকে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2016 11:40 AM IST