Bangladesh: ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে! শুধু রবিতেই মৃত্যু ছাড়াল ৯০! জারি কারফিউ

Last Updated:

Bangladesh: ফের উত্তপ্ত বাংলাদেশ। রবিবার সন্ধ‍্যা ৬ টা থেকে জারি হয়েছে কারফিউ। পথে বাংলাদেশ পড়ুয়া, যুবসমাজ। বাংলাদেশের বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত ৭৮ জনের মৃত্যু ঘটেছে। তবে, অসমর্থিত সূত্রে সংখ্যাটা শতাধিক বলে দাবি করা হচ্ছে। সেদেশের সংবাদমাধ‍্যমের দাবি মৃতদের মধ‍্যে ১৪ জন পুলিশ।

ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে! সেকেন্ডে বাড়ছে মৃত্যু, শুধু রবিতেই ৭৮! জারি কারফিউ
ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে! সেকেন্ডে বাড়ছে মৃত্যু, শুধু রবিতেই ৭৮! জারি কারফিউ
ঢাকা: ফের উত্তপ্ত বাংলাদেশ। রবিবার সন্ধ‍্যা ৬ টা থেকে জারি হয়েছে কারফিউ। পথে বাংলাদেশ পড়ুয়া, যুবসমাজ। বাংলাদেশের বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যু ঘটেছে। তবে, অসমর্থিত সূত্রে সংখ্যাটা শতাধিক বলে দাবি করা হচ্ছে। সেদেশের সংবাদমাধ‍্যমের রিপোর্ট অনুযায়ী মৃতদের মধ‍্যে ১৪ জন পুলিশ।
রাজধানী ঢাকা ছাড়াও সমস্ত বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর এবং উপজেলা সদরে কারফিউ থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে সরকারের পদত্যাগের এক দফা দাবি জানানো হয়েছে। অসহযোগ কর্মসূচি শুরু হয়েছে আজ, রবিবার থেকে।
advertisement
advertisement
দেশজুড়ে একাধিক জায়গায় সংঘর্ষ চলছে। এই কর্মসূচিতে এখন পর্যন্ত মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৩ জন, মাগুরায় ৩ জন, পাবনায় ২ জন, কুমিল্লায় ১ জন, ভোলায় ৩ জন ও রংপুরে ৩ জন… মোট ২৮ জন নিহত হয়েছেন। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি অনেকে।
advertisement
আন্দোলনের শুরুর দিকে ইন্টারনেট পরিষেবা হয়ে গিয়েছিল। পরবর্তীতে ফিরে এলেও আজ আবার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। আজ, রবিবার বেলা ১টার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে! শুধু রবিতেই মৃত্যু ছাড়াল ৯০! জারি কারফিউ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement