Model Meghna Alam Arrested in Bangladesh: ঢাকার ফ্ল্যাটে হঠাৎ হানা পুলিশের, 'মুখ খুলে' বাংলাদেশে গ্রেফতার মডেল মেঘনা আলম! অভিযোগ গুরুতর

Last Updated:

অভিযোগ, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে সমাজমাধ্যমে বেশ কয়েকটি পোস্ট করেন মেঘনা৷

আপাতত জেল বন্দি রয়েছেন মেঘনা আলম৷
আপাতত জেল বন্দি রয়েছেন মেঘনা আলম৷
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে এক মডেলকে গ্রেফতার করা হল বাংলাদেশে৷ ধৃত ওই মডেলের নাম মেঘনা আলম৷ তিনি ২০২০ সালে বাংলাদেশ মিস আর্থ শিরোপা বিজয়ী একজন মডেল৷
অভিযোগ, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে সমাজমাধ্যমে বেশ কয়েকটি পোস্ট করেন মেঘনা৷ সেখানে তিনি অভিযোগ করেন, স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও ওই কূটনীতিক তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন৷ মেঘনার অভিযোগ, যেহেতু তিনি ওই কূটনীতিকের বিষয়ে সবকিছু জেনে ফেলেছেন, তাই এখন নিজের প্রভাব খাটয়ে বাংলাদেশ সরকারকে দিয়ে তাঁর মুখ বন্ধ করাতে চাইছেন ওই কূটনীতিক৷
advertisement
ওই মডেলের গ্রেফতারি নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে৷ গত ৯ এপ্রিল ঢাকার ফ্ল্যাট থেকে মেঘনাকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারের সময় ফেসবুক লাইভও করেন মেঘনা৷ সেখানে দেখা যায়, ফ্ল্যাটে ঢুকে পড়া কয়েকজনকে বেরিয়ে যেতে বলছেন মেঘনা৷ তিনি থানায় গিয়ে পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করবেন বলেও বলতে শোনা যায় মেঘনাকে৷ এর পরেও তাঁকে গ্রেফতার করা হয়৷
advertisement
advertisement
বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অুনুযায়ী, স্পেশাল পাওয়ারস অ্যাক্ট (১৯৭৪)-র অধীনে মেঘনাকে গ্রেফতার করে পুলিশ৷ পুলিশের অভিযোগ, মেঘনা সাধারণ মানুষের জীবন এবং নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন মেঘনা৷ বাংলাদেশের এই আইন অনুযায়ী গ্রেফতারের পর যে কাউকে কোনও বিচার ছাড়াই যতদিন খুশি আটকে রাখতে পারবে পুলশ৷ গ্রেফতারের পর বাংলাদেশের কাশিমপুর জেলে রাখা হয়েছে মেঘনাকে৷ আপাতত ৩০ দিনের জন্য মেঘনাকে আটকে রাখার নির্দেশ দিয়েছে আদালত৷
advertisement
নিজের মেয়ের হয়ে সওয়াল করেছেন মেঘনার বাবাও৷ তাঁর দাবি, মেঘনাকে বিয়ে করতে চেয়েছিলেন ওই সৌদি কূটনীতিক৷ কিন্তু ওই কূটনীতিক বিবাহিত জানতে পেরেই মেঘনা তাঁর বিয়ের প্রস্তাব খারিজ করে দেন৷ এমন কি, ওই কূটনীতিকের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ করে তাঁক সব জানিয়ে দেন মেঘনা৷ সমাজমাধ্যমেও নিজেদের সম্পর্কের কথা জানান মেঘনা৷ এর পরই মেঘনার মুখ বন্ধে তৎপর হয় বাংলাদেশের পুলিশ৷ মেঘনার বাবার অভিযোগ, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এখন তাঁর মেয়েকে হেনস্থা করার ছক করছেন ওই কূটনীতিক৷
advertisement
তবে সমাজমাধ্যমে সৌদি আরবের ওই কূটনীতিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মেঘনা যে পোস্টগুলি করেন এবং তাঁকে গ্রেফতারের সময়ের লাইভ ভিডিও, সবই পরে মেঘনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেওয়া হয়৷ যদিও ওই ভিডিও দেখে অনেকেই এই মডেলের গ্রেফতারির ধরন নিয়ে প্রশ্ন তুলছেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Model Meghna Alam Arrested in Bangladesh: ঢাকার ফ্ল্যাটে হঠাৎ হানা পুলিশের, 'মুখ খুলে' বাংলাদেশে গ্রেফতার মডেল মেঘনা আলম! অভিযোগ গুরুতর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement