Bangladesh News: প্রবল চাপে বাংলাদেশের ইউনূস সরকার! এবার গ্রেফতার আতাউর রহমান বিক্রমপুরী! কে জানেন এই ব্যক্তি? পরিচয় শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: জিএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে।
ঢাকা: বাংলাদেশে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভিযোগের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে জিএমপি-তে হস্তান্তর করা হয়।
advertisement
advertisement
জিএমপির একটি সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
advertisement
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ”তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকের আটক করার নির্দেশ ছিল। ডিএমপি আটকের পর আমাদের কাছে পাঠায়, এরপর আমরা তাকে কাশিমপুর কারাগারে পাঠাই।”
advertisement
বিক্রমপুরী সোশ্যাল মিডিয়ায় ‘অতি উগ্র কথাবার্তা প্রচারের জন্য’ পরিচিত। তিনি ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো‘র সামনের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া কয়েকজনকে থানা থেকে জোর করে ছাড়িয়ে নেওয়ায় ‘নেতৃত্ব’ দিয়েছিলেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2025 4:40 PM IST








