Bangladesh News: একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি মহিলা! তারপরই ঘটল সেই ভয়াবহ ঘটনা! হাহাকার করছে মা! কী হল জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

Bangladesh News: চিকিৎসকেরা জানিয়েছেন, মোকসেদা তিন ছেলে ও তিন মেয়ে সন্তান প্রসব করেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক মহিলা। কিন্তু একসঙ্গে ছয় জন্ম দেওয়া মোকসেদা আক্তার নামে ওই মহিলার পাঁচ সন্তানেরই মৃত্যু হল। রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেওয়ার পরপরই একটি শিশু মারা যায়। আর সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় একে একে আরও চার নবজাতকের মৃত্যু হয়।
advertisement
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক এই তথ্য জানিয়েছেননোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের মোকসেদা আক্তার রবিবার সকালে একসঙ্গে এই ছয় সন্তানের জন্ম দেন। তাঁর স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। মোকসেদা আক্তারের এক আত্মীয়া বলেন, বেঁচে থাকা একমাত্র নবজাতকের অবস্থাও বেশি ভাল নয়।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা জানিয়েছেন, মোকসেদা তিন ছেলে ও তিন মেয়ে সন্তান প্রসব করেন। সন্তানেরা ২৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই জন্ম নেয়। জন্মের সময় প্রত্যেকের ওজন ছিল ৬০০ থেকে ৯০০ গ্রামে মধ্যে। এই কারণে তাদের সকলের অবস্থাই ছিল সংকটজনক।
advertisement
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে আইসিইউতে পর্যাপ্ত শয্যা খালি না থাকায় তিনজনকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বেঁচে থাকা একমাত্র নবজাতকটি বেসরকারি হাসপাতালেই আছে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি মহিলা! তারপরই ঘটল সেই ভয়াবহ ঘটনা! হাহাকার করছে মা! কী হল জানেন? শুনে চমকে উঠবেন
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement