Bangladesh News: অশান্ত বাংলাদেশে এবার শ্রমিক নেতার মাথায় গুলি! ওসমান হাদির পর আক্রান্ত তাঁরই দলের আর এক নেতা
- Published by:Salmali Das
Last Updated:
Bangladesh News: বাংলাদেশের খুলনা শহরে সোমবার সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শ্রমিক শাখার এক শীর্ষ নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। পুলিশ ও দলীয় সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা: বাংলাদেশের খুলনা শহরে সোমবার সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শ্রমিক শাখার এক শীর্ষ নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে। পুলিশ ও দলীয় সূত্রে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ দীপু দাস হত্যার পর ফের উত্তপ্ত বাংলাদেশ !‘Raw’-এর সঙ্গে যোগের গুজবে সংখ্যালঘু রিকশাচালকের উপর হামলা
আহত নেতার নাম মো. মতলেব শিকদার (৪২)। তিনি এনসিপি-ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি (Jatiya Sramik Shakti)-র কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। সোমবার বেলা প্রায় ১১টা ৪৫ মিনিট নাগাদ খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকার একটি বাড়ির ভিতরে তাঁকে গুলি করা হয় বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এনসিপি-র খুলনা মহানগর ইউনিটের সংগঠক সাইফ নেওয়াজ জানান, আগামী দিনে খুলনায় একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ আয়োজনের প্রস্তুতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন মতলেব শিকদার। সেই প্রস্তুতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 2:49 PM IST










