Bangladesh News: কী অবস্থা বাংলাদেশের! এবার নিজের ফ্ল্যাটেই খুন জামাত নেতা! ঘরের মধ্যেই যা ঘটল, শিউরে উঠল সকলে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: এই ঘটনার পেছনে অন্য কোনও ঘটনা আছে কি না, তদন্ত করছে পুলিশ।
ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার পশ্চিম রাজাবাজারে গ্রিল কেটে ঘরে ঢুকে জামাত ইসলামীর স্থানীয় এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনোয়ার উল্লাহ (৬৫) জামাতের পশ্চিম রাজাবাজার ওয়ার্ড কমিটির সহসভাপতি ছিলেন। তাঁর পেশা ছিল হোমিও চিকিৎসা। রাজাবাজারের ওই ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।
advertisement
মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ওই ফ্ল্যাটে ঢুকেছিল। পুলিশের সন্দেহ, এটি চুরির ঘটনা। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যতটুকু জানা গিয়েছে, চুরি করতে এসে শ্বাসরোধে আনোয়ার উল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
advertisement
advertisement
এর পেছনে অন্য কোনও ঘটনা আছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে ফ্ল্যাটে ভেতরে আনোয়ার উল্লাহ ও তাঁর স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন তাঁদের প্রতিবেশী ও স্বজনেরা। হাসপাতালে নেওয়া হলে আনোয়ার উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী এখন চিকিৎসাধীন।
advertisement
বাসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিওতে দেখা গিয়েছে, রাত ২টা ১০ থেকে ২টা ২০ মিনিটের মধ্যে বাসার গ্রিল কেটে দুই ব্যক্তি প্রবেশ করে। তারা দুই ঘণ্টা পর একই পথে বেরিয়ে যায়। আনোয়ার উল্লাহর স্বজনেরা পুলিশকে জানিয়েছেন, ফ্ল্যাট থেকে ৮ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা খোয়া গেছে।
advertisement
আনোয়ার উল্লাহ হত্যাকাণ্ডের নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামাতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। তাঁরা অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2026 2:46 PM IST











