মুস্তাফিজুরের কাঁধের অস্ত্রোপচার হবে কোথায় ?
Last Updated:
ভালই চলছিল ৷ হঠাৎই ইংল্যান্ডে খেলতে গিয়েই কেলোর কীর্তি !
#ঢাকা: ভালই চলছিল ৷ হঠাৎই ইংল্যান্ডে খেলতে গিয়েই কেলোর কীর্তি ! কাউন্টি খেলা তো মাথায় উঠল এখন বাংলাদেশের হয়েও কবে মাঠে নামতে পারবেন, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের ৷
টি২০ বিশ্বকাপ এবং আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত খেলার পর মুস্তাফিজুরকে নিয়ে গোটা বিশ্বে আগ্রহ আরও বেড়ে যায় ৷ ডাক পড়ে কাউন্টিতেও ৷ ভিসা নিয়ে দীর্ঘ ঝামেলার পর ইংল্যান্ড পৌঁছলেও বেশিদিন সেখানে খেলা চালিয়ে যেতে পারলেন না বাংলাদেশি পেসার ৷ কাঁধের চোটের জন্য শুরুতেই শেষ হয়ে গেল তাঁর বিলেত সফর ৷ তাই সাসেক্সের হয়ে খেলার সিদ্ধান্তটা ভুল ছিল কিনা, সেটা নিয়েই এখন চলছে বিশ্লেষণ ৷ ইংল্যান্ডে কাউন্টি খেলার চেয়ে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ এবং নিজের দেশের টি২০ টুর্নামেন্ট খেলাই ঠিক ছিল বলে মত বিশেষজ্ঞদের ৷
advertisement
এমআরআই রিপোর্ট দেখে বিশেষজ্ঞ সার্জন টনি কোচার জানিয়েছেন অস্ত্রোপচারের পর ৬ মাস থাকতে হবে মাঠের বাইরে, এমন পূর্বাভাসও দিয়েছেন তিনি। তাতেই বড় ভাবনায় বাংলাদেশ দলকে ফেলে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন হোম সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে খেলতে পারবেন না মুস্তাফিজুর। নিউজিল্যান্ড সফরও মিস করতে চলেছেন তিনি। মুস্তাফিজুরের কাঁধের অপারেশনটা ইংল্যান্ডে, না অস্ট্রেলিয়ায় হবে, তা নিয়ে অনেক ভেবেছে বিসিবি। মুস্তাফিজুরের কাঁধের অস্ত্রোপচারের জন্য পারদর্শী দু’জনের নাম প্রস্তাব করেছিলেন। ইসিবির পরামর্শ অনুযায়ী ম্যাঞ্চেস্টারে উইমম্লো হাসপাতালে লেনার্ড ফাঙ্কের কাছে মুস্তাফিজুরকে পাঠিয়েছিল বিসিবি। শেষ পর্যন্ত মুস্তাফিজুরের কাঁধের অস্ত্রোপচার নিয়ে অনিশ্চয়তা কেটেছে। আগামী ১১ আগস্ট লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস মুস্তাফিজুরের কাঁধে অস্ত্রপচার করবেন বলে রাজি হয়েছেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2016 5:44 PM IST