মোরার তান্ডবে বাংলাদেশে মৃত ৬

Last Updated:

বাংলাদেশে আছড়ে পড়ল ‘মোরা’ ঝড় ৷ ঝড়েরক তান্ডবে বাংলাদেশের দুই জেলায় প্রাণ গেল ৬ জনের ৷

#ঢাকা: বাংলাদেশে আছড়ে পড়ল ‘মোরা’ ঝড় ৷ ঝড়েরক তান্ডবে বাংলাদেশের দুই জেলায় প্রাণ গেল ৬ জনের ৷ এ ছাড়া কক্সবাজারের সেন্ট মার্টিন ও টেকনাফে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে এসব এলাকায় বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে বহু গাছপালা।
আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশ থেকে গতি পথ বদলে ‘মোরা’ এখন বেশ দুর্বল ৷ নিম্নচাপের আকারে ‘মোরা’ এখন ত্রিপুরা ও মিজোরামে ৷ বাংলাদেশ থেকে চলে গেলেও মোরার প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক দিন বৃষ্টিপাত হবে।
তবে ‘মোরা’র প্রভাবে রাজ্য ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝড় মোরা না আসলেও, এই ঝড়ের প্রভাবে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাতেও ৷ বৃষ্টি সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও নদিয়ায় ৷ এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ তবে বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা কম। রাজ্যে সময়ের আগেই ঢুকছে মৌসুমী বায়ু, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
মোরার তান্ডবে বাংলাদেশে মৃত ৬
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement