মাহমুদুল্লাহ-সাকিবের জোড়া সেঞ্চুরি কার্ডিফে চমকে দিল কিউইদের

Last Updated:

নিউজিল্যান্ড: ২৬৫/৮ (৫০ ওভার), বাংলাদেশ: ২৬৮/৫ (৪৭.২ ওভার)

নিউজিল্যান্ড: ২৬৫/৮ (৫০ ওভার)
বাংলাদেশ: ২৬৮/৫ (৪৭.২ ওভার)
১৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী বাংলাদেশ
advertisement
#কার্ডিফ: চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি গ্রুপেই এখন প্রতিদিন কোনও না কোনও অঘটন ঘটছে ৷ ওভালে শ্রীলঙ্কাকে হাল্কাভাবে নেওয়ার ফল হাতেনাতে পেয়েছিলেন কোহলিরা ৷ এবার ঠিক একই অবস্থা হল ব্ল্যাক ক্যাপসদেরও ৷ আয়ারল্যান্ডের পর এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল শুক্রবার সোফিয়া গার্ডেন্সেও ৷ বাংলাদেশের কাছে ফের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির থেকেই ছিটকে গেল নিউজিল্যান্ড ৷
advertisement
সাকিব-মাহমুদুল্লাহর জোড়া শতরানে এদিন কুপোকাৎ কিউইরা ৷ দুই তারকার অসাধারণ ব্যাটিংয়ের সামনে মাথা নত করতে হল টিম সাউদি, ট্রেন্ট বোল্টের মতো পেসারদেরও। ২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় কিউই পেসারদের মোকাবিলা করে ২২৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়লেন তাঁরা ৷ যার নিট ফল ১৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে হাসতে হাসতে কিউই বধ বাংলার বাঘদের ৷
advertisement
Photo Courtesy: AFP Photo Courtesy: AFP
টস জিতে এদিন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ অধিনায়ক নিজে ৫৭ রান করার পাশাপাশি রান পেয়েছেন রস টেলর (৬৩) ৷ বাকি ব্যাটসম্যানরা অবশ্য এদিন চূড়ান্ত ব্যর্থ ৷ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তোলে নিউজিল্যান্ড ৷ রান তাড়া করতে নেমে মাত্র ৩৩ রানের মধ্যেই চার উইকেট হারালেও পঞ্চম উইকেট কামাল করেন সাকিব-মাহমুদুল্লাহ জুটি ৷  ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সাকিব ৷
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
মাহমুদুল্লাহ-সাকিবের জোড়া সেঞ্চুরি কার্ডিফে চমকে দিল কিউইদের
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement