ইন্টারনেট পরিষেবা বন্ধ বাংলাদেশে
Last Updated:
বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ। কিছুদিন আগেই ভাইবার এবং হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমগুলি বন্ধ করে দেওয়ার প্রস্তাব সামনে এসেছিল।
advertisement
#বাংলাদেশ: বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ। কিছুদিন আগেই ভাইবার এবং হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমগুলি বন্ধ করে দেওয়ার প্রস্তাব সামনে এসেছিল। তার জেরেই গুজব রটে, সরকারি নির্দেশিকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হয়ত এই মাধ্যমগুলি বন্ধ করে দিয়েছে। তবে সংস্থাটি এই গুজব উড়িয়ে দিয়ে জানায়, নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রয়োজনের জন্য সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। বেলা আড়াইটের পর থেকে ইন্টারনেট সংযোগ ফিরে আসলেও জনপ্রিয় কিছু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং অ্যাপসের সংযোগ এখনও বিচ্ছিন্ন। অন্যদিকে, বিটিআরসি চেয়ারম্যান ডঃ শাহজাহান মাহমুদ জানিয়েছেন, ইন্টারনেট বিচ্ছিন্ন করার কোনও নির্দেশ তারা দেননি।
advertisement
শুধুমাত্র ৪টি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের এই ইন্টারনেট সংযোগ বিপর্যয়, কারিগরি ক্রটি বা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে বলে, মত শাহাজাহান মাহমুদের। পরে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপসের ব্যবহার সীমিত করার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতমাসে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এর শুভ ফলও যেমন আছে, খারাপ ফলও আছে। আমরা থ্রি-জি ও ফোর-জিতে চলে গিয়েছি। এ কারণে জঙ্গিরা ইন্টারনেট, ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। সে জন্য আমাদের চিন্তাভাবনা আছে, যদি খুব বেশি ব্যবহার করে হয়তো একটা সময়ের জন্য বা কিছুদিনের জন্য বন্ধ করে দেব। যাতে এই লিঙ্কগুলি ধরা যায়।’ জঙ্গি কার্যকলাপ বন্ধের জন্য হলেও বাংলাদেশের সাধারণ মানুষ ইন্টারনেট সংযোগ বন্ধে স্বভাবতই ক্ষুদ্ধ।
advertisement
Location :
First Published :
November 18, 2015 8:48 PM IST