Bangladesh: হজে গিয়ে একের পর এক বাংলাদেশির মৃত্যু! দেহ ফিরবে না দেশে, পরিবার আর দেখতে পাবে না! কেন জানেন?

Last Updated:

Bangladesh: সৌদি আরবের আইন বলছে, কোনও ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার শেষকৃত্য সৌদি আরবেই করা হয়।

ফাইল ছবি
ফাইল ছবি
ঢাকা: চলতি বছর হজপালনে সৌদি আরবে গিয়ে ৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন তিনজন ও মদিনায় দুইজন। শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এই তথ্য জানা গিয়েছে।
পোর্টাল সূত্রে জানা যায়, এই বছর হজে গিয়ে গত ২৯ এপ্রিল প্রথম মারা যান রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০)। এরপর ২ মে মারা যান কিশোরগঞ্জের বাজিতপুরের মো. ফরিদুজ্জামান (৫৭), ৫ মে মারা যান পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৮), ৭ মে মারা যান ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবির (৬০) ও সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ৯ মে মারা যান জামালপুরের বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩)।
advertisement
advertisement
সৌদি আরবের আইন বলছে, কোনও ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার শেষকৃত্য সৌদি আরবেই করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনও আপত্তি গ্রাহ্য করা হয় না।
advertisement
বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যাবে ৩১ মে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: হজে গিয়ে একের পর এক বাংলাদেশির মৃত্যু! দেহ ফিরবে না দেশে, পরিবার আর দেখতে পাবে না! কেন জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement