‘বাংলাদেশি কোনও নাগরিক থাকলে তালিকা দিক ভারত’- জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী একে আব্দুল মোমেন

Last Updated:

বাংলাদেশি বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন রবিবার জানিয়েছেন ভারত একটা তালিকা পাঠাক যেখানে কোনও বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বাস করছেন কিনা, পাশাপাশি তাদের দেশে ফেরার সুযোগ করে দিক ৷

#ঢাকা :  বাংলাদেশি বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন রবিবার জানিয়েছেন ভারত একটা তালিকা পাঠাক যেখানে কোনও  বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বাস করছেন কিনা, পাশাপাশি তাদের দেশে ফেরার সুযোগ করে দিক ৷
ভারতের নাগরিক পঞ্জী -র প্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে এই মন্তব্য করেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন ৷ বৃহস্পতিবার যিনি ব্যস্ততার কারণ দেখিয়ে ভারত সফর বাতিল করেছেন ৷ তিনি যদিও জানিয়েছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক প্রভাবিত হবে না , এই সম্পর্ক থাকবে মিষ্টি ৷ তিনি বলেছেন ভারত নিজেদের এনআরসি পদ্ধতি আভ্যন্তরীন বিষয় হিসেবে রেখেছে ৷ তিনি এও বলেছেন ঢাকাকে আশ্বস্ত করা হয়েছে এটা বাংলাদেশের সঙ্গে কোনওরকম প্রভাব ফেলবে না ৷
advertisement
ভারত কোনওরকম জোর করে ফেরত পাঠানোর নীতি আরোপ করার জল্পনাকে উড়িয়ে দিয়েছেন তিনি ৷ অর্থনৈতিক কারণে ভারত থেকেও  অবৈধভাবে বাংলাদেশে ঢোকে দালালের হাত ধরে এমনটাই জানিয়েছেন তিনি ৷
advertisement
তিনি জানিয়েছেন, ‘‘ তবে বাংলাদেশ ছাড়া আর কোনও নাগরিক যদি বাংলাদেশে ঢোকে ভারতের সীমান্ত দিয়ে তাহলে আমরাও ফেরত পাঠিয়ে দেব ৷ ’’
advertisement
 মোমেন জানিয়েছেন বাংলাদেশ নয়াদিল্লির কাছে আবেদন জানিয়েছে ভারতে যদি কোনও নাগরিক অবৈধভাবে বাস করে তাহলে তার তালিকা দিতে ৷  তিনি বলেছেন. ‘‘আমরা মনে করি বাংলাদেশীদের নিজেদের দেশে ফিরে আসার অধিকার রয়েছে ৷ ’’
advertisement
তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর মোমেন ও গৃহমন্ত্রী আসাদুজ্জমান খান নিজেদের ভারত সফর বাতিল করে দিয়েছে ৷ পার্লামেন্টে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পেশ হওয়া নিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷
যদিও মোমেন এই বিষয়টিকে অসত্য বলে জানিয়েছেন ৷ ভারতের বিদেশমন্ত্রকের সূত্রে জানানো হয়েছে মোমেনের নিজের সফরসূচিতে কিছু বদল আসায় এইভাবে সফর পিছিয়ে দেওয়া হয়েছে ৷ ১৯৭১ সালে ২৪ মার্চের মধ্যে যাঁরা এসেছেন তাঁরা এই এনআরসি-র তালিকায় এসেছেন ৷ ৩০ অগাস্ট অসমের বাসিন্দাদের মধ্যে থেকে ১৯ লক্ষ লোকের নাম বাদ পড়েছে ৷ আবেদন করেছিলেন ৩.৩ কোটি মানুষ ৷ নিউইয়র্কে সেপ্টেম্বর  মাসে নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘বাংলাদেশি কোনও নাগরিক থাকলে তালিকা দিক ভারত’- জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী একে আব্দুল মোমেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement